রাজ্যজুড়ে উৎসবের মেজাজে চলছে রক্তদানের আয়োজন। ২০২৩ বিধানসভা নির্বাচনের ফলে কয়েক মাস রক্তদানে খানিকটা ভাটার টান পড়েছিল এবং রাজ্যজুড়ে তৈরি হয়েছিল তীব্র রক্ত সংকট। কিন্তু নির্বাচন শেষ হতেই পুনরায় রক্তদান উৎসবের রুপ নিয়েছে। বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান, ক্লাব, সেচ্ছাসেবি সংগঠন, আরক্ষা প্রশাসন এমনকি শাসকদলের বিভিন্ন মোর্চা প্রতিদিন রক্তদানের আয়োজন করে চলছে। মঙ্গলবার খোয়াই রামচন্দ্র ঘাটস্থিত টিএসআর ষষ্ঠ ব্যাটেলিয়ানের প্রধান কার্যালয়ে সিভিক অ্যাকশন প্রোগ্রাম কর্মসূচির অঙ্গ হিসাবে আয়োজিত হয় এক মেঘা রক্তদান শিবির। সমাজের প্রতি দায়বদ্ধতা নিয়ে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসেন বাহিনীর জোওয়ানরা। প্রদীপ প্রজ্জালন করে এই দিনের মেগা রক্তদান শিবিরের আনুষ্ঠানিক সূচনা করেন ব্যাটেলিয়ানের কমান্ডেন্ট জয়ন্ত চক্রবর্তী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি কমান্ডেন ডেবিট চৌধুরী, ডক্টর সুপ্রিয়া দেববর্মা সহ অন্যান্যরা। রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে বাহিনীর কমান্ডেন্ট জয়ন্ত চক্রবর্তী বলেন, টিএস আর জোয়ানরা শুধু মানুষের জীবন ও সম্পত্তির নিরাপত্তা প্রদান করে না। সামাজিক দায়বদ্ধতা নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন সময় সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে। যখন যেখানেই কোন মুমূর্ষু রোগীর রক্তের প্রয়োজন হয় টিএস আর জোয়ানরা সেখানে উপস্থিত হয়ে যায় এবং একজন মুমূর্ষ রোগীর জীবন রক্ষার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তিনি বলেন রাজ্য পুলিশের দেড়শ বছর পূর্তি দিবস এবং আজাদীকা অমৃত মহোৎসব এই দুটি অনুষ্ঠানকে রক্তদানের মাধ্যমে আমরা সেলিব্রেশন করছি। সবশেষে তিনি সমাজের সকল স্তরের মানুষকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান। এই দিনে রক্তদান শিবিরে বাহিনীর মোট ৬১ জন জোয়ান স্বেচ্ছায় রক্ত দান কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এদিন বাহিনীর পক্ষ থেকে সিভিক অ্যাকশন প্রোগ্রাম কর্মসূচির অঙ্গ হিসেবে বিভিন্ন স্কুলের কচিকাঁচাদের হাতে বিভিন্ন শিক্ষণ সামগ্রী তুলে দেওয়া হয়।
83