Home » প্রত্যেক বছরের ন্যায় এই বছরও নিখিল সরকার পাড়ায় হরগৌরী পূজা অনুষ্ঠিত হচ্ছে।

প্রত্যেক বছরের ন্যায় এই বছরও নিখিল সরকার পাড়ায় হরগৌরী পূজা অনুষ্ঠিত হচ্ছে।

by admin

প্রতিনিধি,গন্ডাছড়া :- প্রত্যেক বছরের ন্যায় এই বছরও নিখিল সরকার পাড়ায় হরগৌরী পূজা অনুষ্ঠিত হচ্ছে। গন্ডাছড়া সরমা নিখিল সরকার পাড়া জেলখানা সংলগ্ন চৌমুহনীতে মঙ্গলবার এই পুজোর আয়োজন করা হয়। হরগৌরী মন্দিরের মহন্ত দীপ্তানন্দ গিরি মহারাজ জানান মঙ্গলবার সারা রাতব্যাপী পূজোরচনা চলবে, সঙ্গে পাট কীর্তন করা হবে। পুজো শেষে মহাপ্রসাদ বিতরন করা হবে। বুধবার বিকেল চারটা পর্যন্ত মেলা চলবে। পূজা এবং মেলা যাতে সুন্দর সুষ্ঠুভাবে অতিবাহিত হয় তার জন্য মহন্ত দীপ্তানন্দ গিরি মহারাজ এলাকার সর্বস্তরের মানুষের উপস্থিতি এবং সহযোগিতা কামনা করেন। হরগৌরী পুজোকে ঘিরে এলাকার ভক্তবৃন্দদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

You may also like

Leave a Comment