Home » হরিয়ানন্দ স্কুল ময়দানে ওপেন জিমের উদ্বোধন করলেন অর্থমন্ত্রী

হরিয়ানন্দ স্কুল ময়দানে ওপেন জিমের উদ্বোধন করলেন অর্থমন্ত্রী

by admin

প্রতিনিধি, উদয়পুর :-

মঙ্গলবার সকালে উদয়পুর হরিয়ানন্দ স্কুল ক্যাম্পাসে ত্রিপুরা সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর এবং উদয়পুর পুর পরিষদের যৌথ উদ্যোগে নবনির্মিত ওপেন জিমের দারোদ্ঘাটন করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পুরপিতা শীতল চন্দ্র মজুমদার, আন্তর্জাতিক ক্রীড়া ব্যাক্তিত্ব রতনমনি রায় চৌধুরী, হরিয়ানন্দ স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা, ফ্লাওয়ার্স ক্লাবের সম্পাদক কমলজিৎ সাহা, পুর পরিষদ বুল্টি দাস ও সুবীর দাস প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শরীরচর্চার উপর গুরুত্ব আরোপ করার উপর জোর দেন। তিনি বলেন রাজ্য সরকার আজ বিভিন্ন প্রান্তে ক্রীড়া ক্ষেত্রে উৎসাহ দানের জন্য নানাবিধ কর্মসূচি হাতে নিয়েছে। এখন পর্যন্ত উদয়পুরে দুইটি ওপেন জিম চালু হয়েছে। এছাড়াও আরো কিছু চালু করার প্রস্তাব রয়েছে। তিনি বলেন গত পাঁচ বছরে রাজ্যের বিভিন্ন প্রান্তে ক্রীড়া ক্ষেত্রে উৎসাহ দানের জন্য নানাবিধ ক্রীড়া সামগ্রী বন্টন করা হয়েছে। তিনি বিশেষতঃ ছাত্র ও যুব সমাজকে স্বাস্থ্য ও শরীরচর্চার উপর জোর দিতে আহ্বান জানান। তিনি এলাকার নাগরিকদের প্রতি এই জিমের ব্যবহার ও তার রক্ষণাবেক্ষণের আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে পুরপিতা শীতল চন্দ্র চন্দ্র মজুমদার বক্তব্য রাখেন। এলাকার বহু সংখ্যক নাগরিক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Comment