Home » বিশালগড়ে অশুভ শক্তির বিরুদ্ধে গর্জে উঠেছে মাতৃশক্তি

বিশালগড়ে অশুভ শক্তির বিরুদ্ধে গর্জে উঠেছে মাতৃশক্তি

by admin

প্রতিনিধি, বিশালগড়, ১৯ জানুয়ারি।। ভোটের ময়দানে ঝাঁপিয়েছে মহিলা মোর্চা। বৃহস্পতিবার মোর্চার বিশালগড় মন্ডল কমিটির উদ্যোগে অফিসটিলা কালিবাড়ি মাঠে অনুষ্ঠিত হয় সমাবেশ। বিশালগড় মন্ডলের ষাটটি বুথের মহিলা মোর্চার কার্যকর্তারা সমাবেশে অংশ নেন। সমাবেশে উপস্থিত ছিলেন বিজেপির সিপাহীজলা (উত্তর) জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক,বিশালগড় মন্ডল সভাপতি সুশান্ত দেব,মন্ডল প্রভারি অমল দেবনাথ,মহিলা মোর্চার মন্ডল সভানেত্রী পিংকী মন্ডল প্রমুখ। ভাষণে জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক বলেন মাতৃশক্তিকে শান্তি উন্নতি এবং সম্মান দিয়েছে বিজেপি। বিগত কংগ্রেস সিপিএম জামানায় নারীদের সম্মান ছিল না। খুন সন্ত্রাস রাহাজানি ছিল। ভয়ের পরিবেশ ছিল। আজ মহিলাদের সম্মান এবং স্বনির্ভরতার কাজ করছে সরকার। বিশালগর মন্ডল সভাপতি সুশান্ত দেব বলেন মহিলাদের জন্য সরকারি চাকরিতে সংরক্ষণ, বিনামূল্যে গ্যাস, বিদ্যুৎ, শৌচাগার দিয়েছে সরকার। বিজেপি মহিলা সশক্তিকরণের দিশা দেখিয়েছে। বিগত পঁচিশ বছরের অশুভ শক্তিকে ত্রিপুরা থেকে অপসারিত করতে মা বোনদের অগ্রণী ভুমিকা ছিল। এবার উন্নয়ন বিরোধী অশুভ শক্তি জোট বেঁধেছে। অসুর দমনে নারীশক্তিকে আরও বেশি সংগঠিত ভাবে কাজ করার কথা বলেন তিনি। সমাবেশ শেষে বিশালগড়ের বিজেপি প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করতে এক মিছিল অনুষ্ঠিত হয়। বিশালগড় কালি বাড়ি মাঠ থেকে বের হয়ে সুবিশাল মিছিলটি অফিসটিলা বাজার এলাকা পরিক্রমা করে ব্রীজ চৌমুহনীতে গিয়ে শেষ হয়।

You may also like

Leave a Comment