Home » অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিজেপি

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিজেপি

by admin

প্রতিনিধি, বিশালগড়, ১৯ জানুয়ারি।। বিধ্বংসী অগ্নিকাণ্ডে ছাই হয়ে যায় বিশালগড় জাঙ্গালিয়ার নান্টু দেবনাথের বসত ঘর। বুধবার রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে এই দুর্ঘটনা ঘটেছে। পুড়ে ছাই হয়ে যায় সবকিছু। কোনমতে প্রাণ রক্ষা করে পরিবারের সদস্যরা। রাস্তা সরু হওয়ায় সঠিক সময়ে পৌঁছতে পারেনি দমকল বাহিনী। ঘরের আসবাবপত্র মূল্যবান কাগজপত্র সবই আগুনের গ্রাসে চলে যায়। ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ক্ষতিগ্রস্ত বাড়িতে যান যুব মোর্চার প্রদেশ সভাপতি নবাদল বণিক। কান্নায় ভেঙে পড়ে ক্ষতিগ্রস্ত নান্টু দেবনাথ সহ পরিবারের সবাই। যুব মোর্চার প্রদেশ সভাপতি নবাদল বণিক ক্ষতিগ্রস্ত নান্টু দেবনাথের পাশে থাকার আশ্বাস দেন। প্রশাসনের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

You may also like

Leave a Comment