প্রতিনিধি , উদয়পুর :-প্রতিনিয়ত রাজ্যে প্রবেশ করছে অবৈধ বাংলাদেশি । কাজের অভাবে ভারতে পাড়ি দিচ্ছে চোরাকারবারিদের হাত ধরে । কখনো ভারতের পশ্চিমবঙ্গে আবার কখনো বাঙ্গালোর থেকে শুরু করে চেন্নাই এই সকল রাজ্য গুলিতে পাড়ি জমাতে শুরু করেছে বাংলাদেশী নাগরিকরা । রবিদার বিকেল চারটা নাগাদ গোপন খবরের ভিত্তিতে আগরতলা রেল স্টেশন থেকে তিন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে জিআরপি থানার ওসি তাপস দাস । জিআরপি থানা থেকে জানানো হয়, ছত্রিশ বছরের রোজিনা আক্তার রাজি , পারুল বেগম বয়স ৩৪ বছর ও সুলতানা বেগম বয়স ২৬ বছর তাদের প্রত্যেকের বাড়ি বাংলাদেশে । তারা আজ বিকেলে আমেদাবাদে যেতে চেয়েছিল অবৈধভাবে । কিন্তু গোপন খবরের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে তাদের । জিআরপি পুলিশ জানাই , আগামীকাল অবৈধ এই বাংলাদেশি নাগরিকদের কে আদালতে প্রেরণ করা হবে । যেভাবে বাংলাদেশী ধরা পড়ছে আগরতলা রেল স্টেশনে গোপন খবরের ভিত্তিতে জিআরপি পুলিশের হাতে । তাতে করে উদ্বিগ্ন জিআরপিতে চাকরিরত পুলিশ কর্মীরা। তার কারণ যেভাবে প্রতিদিন ধরা হচ্ছে বাংলাদেশীদের প্রশ্ন উঠছে কে তাদেরকে পারাপার করছে ভারতে ? এনিয়ে জিআরপি পুলিশ রেলে একের পর এক তল্লাশি চালিয়ে যাবে বলে জানান সংবাদ মাধ্যমকে ।
118
previous post