প্রতিনিধি, উদয়পুর :-রাতের অন্ধকারে উদয়পুর জগন্নাথ দীঘির পূর্ব ও পশ্চিম পাড়ে পার্কের ভেতরে ২৯ টি ছোট বৈদ্যুতিক লাইটের খুঁটি ভেঙে ফেলেছে দুষ্কৃতিকারীরা । তছনছ করা হয়েছে গোটা পার্কটি কে । ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেওয়া হয়েছে লাইটের খুটিগুলি । এই ঘটনা রবিবার সকালে দেখতে পায় প্রাত: ভবনে বের হয়ে পুর নাগরিকরা । কেন এই ধরনের ঘটনা সংঘটিত করা হয়েছে রাতের অন্ধকারে তা বুঝে উঠতে পারছে না শহরবাসী । যেভাবে একের পর এক পার্কের সৌন্দর্য নষ্ট করা হচ্ছে তাতে একেবারে সন্ধিহান শহরের সমস্ত অংশের জনগণ । এই ঘটনা বিষয়ে জানতে পেরে রবিবার সকাল দশটা নাগাদ পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পার্কের ভেতরে এই ধরনের ঘটনার বিষয় নিয়ে কথা বলেন পার্কের দায়িত্বে থাকা পৌর কর্মচারীদের সাথে। চেয়ারম্যান জানতে চান কিভাবে ঘটনাটি সংঘটিত হয়েছে এবং কখন হয়েছে । গোটা বিষয় নিয়ে রাধা কিশোরপুর থানার ওসি বাবুল দাসের নিকট টেলিফোনের মাধ্যমে অভিযোগ জানিয়েছেন চেয়ারম্যান। তিনি জানান লিখিতভাবে ও মামলা দায়ের করা হবে থানায়। রাতের পুলিশি টহলদারি যেন দেওয়া হয় পার্কের চারিদিকে এই বিষয়ে চেয়ারম্যান থানার ওসিকে জানিয়েছেন গোটা বিষয়টি । এবার প্রশ্ন উঠছে কেন সমাজদ্রোহীরা এই ধরনের জঘন্যতম ঘটনা সংঘটিত করছে প্রতিনিয়ত পার্কের ভেতর। চেয়ারম্যান প্রশ্ন তোলেন তাহলে কি উন্নয়নকে সহ্য করতে পারছে না সমাজদ্রোহীরা। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে রাধাকিশোরপুর থানা রাতে পুলিশি টহলদারি নিয়ে । সূত্রের দাবি , পার্ক উদ্বোধন করার আগে এই পার্কের নিরাপত্তা এবং রাতের টহল নারীর জন্য ত্রিপুরার স্টেট রাইফেল প্রতিনিয়ত তার ভেতরে পাহারা দেওয়ার জন্য থাকতো কিন্তু একটা সময় থানার ওসি বাবুল দাস পাহারা দেওয়ার জন্য যে টি এস আর কর্মীরা ছিল । তাদেরকে উঠিয়ে নেওয়া হয়েছে। তারপরেই ঘটে এই ধরনের ঘটনা। অপরদিকে সাধারণ মানুষ প্রশ্ন তোলেন একদিকে যেমন এই ধরনের ঘটনা নিন্দনীয় অন্যদিকে পার্কের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা পৌর কর্মচারীদের গা হেলামির কারণে গোটা জগন্নাথদিঘী চারদিকে যেমন জঙ্গলে পরিণত হয়েছে অন্যদিকে নিরাপত্তার বিষয়টিও সেভাবে না দেখার কারণে এই ধরনের ঘটনা সংঘটিত হয়ে থাকতে পারে বলে অভিমত ব্যক্ত করেন পুরবাসী। এখন দেখার বিষয় পুলিশ গোটা ঘটনার তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করতে পারে কিনা ? সেদিকে তাকিয়ে রয়েছে পৌর পরিষদ থেকে শুরু করে উদয়পুর শহরের শুভবুদ্ধি সম্পন্ন জনগণ । গোটা ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করেন পৌর চেয়ারম্যান থেকে শুরু করে পুর নাগরিকরা ।
106
previous post