প্রতিনিধি , উদয়পুর :-
মাধ্যমিকের এডমিট কার্ড নিতে এসে উদয়পুর ভগিনী নিবেদিতা বালিকা বিদ্যালয় থেকে ১৬ বছর বয়সী এক নাবালিকা কন্যা অপহরণ । ঘটনার বিবরণে জানা যায় , এই ফেব্রুয়ারি মাসের ১৩ তারিখ সকাল দশটায় ১৬ বছর বয়সী এক নাবালিকা কন্যা মাধ্যমিকের এডমিট নিতে এসে উদয়পুরের বুক থেকে অপহরণ। ঘটনা সূত্রে জানা গিয়েছে , সকাল গড়িয়ে সন্ধ্যা হলেও স্কুল পড়ুয়া ছাত্রী নিজ বাড়িতে না যাওয়ার ফলে বাড়ির অভিভাবকরা চিন্তায় পড়ে যায় । এর ফলে দুশ্চিন্তা বাড়তে থাকে মেয়ের জন্য। পরবর্তী সময় মেয়ের বাড়ির অভিভাবকরা জানতে পারে বর্তমানে মেয়ে কাকরাবন থানার অন্তর্গত মৌল্লা টিলা এলাকায় এক যুবকের বাড়িতে রয়েছে বলে তারা জানতে পারে। এই ঘটনা জানার পর পরবর্তী সময় উদয়পুর রাধাকিশোরপুর মহিলা থানায় মেয়েকে খুঁজে পাওয়ার জন্য আবেদন জানান মেয়ের বাড়ির অভিভাবকরা । কিন্তু পাঁচ দিন অতিক্রান্ত হওয়ার পরে উদয়পুর রাধাকিশোরপুর মহিলা থানা থেকে মেয়েটিকে খুঁজে বার করার জন্য কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি। কিন্তু এই বিষয়ে উদয়পুর মহিলা থানায় কোন ধরনের বিচার না পেয়ে একপ্রকার হতাশ নাবালিকা মেয়ের পরিবার। সূত্রের দাবি , এই গোটা ঘটনা নিয়ে জেলার এসপি থেকে শুরু করে এডিশনাল এসপি , মহকুমা পুলিশ অধিকারীক ও রাজ্য পুলিশের মহা নির্দেশকের কাছে মেয়ের পরিবার থেকে আবেদন জানাতে পারে বলে জানা যায়। উদয়পুর মহিলা থানা প্রায়শই সাধারণ মানুষের সাথে কোন ধরনের সাহায্যে হাত বাড়িয়ে দিচ্ছে না দীর্ঘদিন যাবত। থানা সূত্রের খবর , থানার এসআই পূর্ণিমা দাস বিভিন্ন বিষয়ে থানার ওসির সাথে কোন ধরনের কথাবার্তা না বলে নিজের আয়ত্তে বিভিন্ন মামলা নিজ মর্জি মাফিক শেষ করার জন্য চেষ্টা চালিয়ে যায় । একই সাথে রাজ্য সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। এই ধরনের ঘটনায় নিন্দার ঝড় গোটা উদয়পুর জুড়ে ।