Home ত্রিপুরা যান সন্ত্রাসে লাগাম টানতেউদয়পুরে ট্রাফিকে চালু হলো স্পিড মিটার

যান সন্ত্রাসে লাগাম টানতেউদয়পুরে ট্রাফিকে চালু হলো স্পিড মিটার

by admin
0 comment 69 views

প্রতিনিধি, উদয়পুর :-

উদয়পুরে নিত্যদিন ছোট বড় যান দুর্ঘটনা যেন পিছু ছাড়তে নারাজ । কখনো গাড়ি দুর্ঘটনা আবার কখনো বাইক দুর্ঘটনায় মৃত্যু হচ্ছে একশ্রেণী মানুষের । যার ফলে বর্তমান উদয়পুর মহকুমা হয়ে উঠেছে মৃত্যু পুরী। গর্জি থেকে বাগমা পর্যন্ত এই জাতীয় সড়কটির উপর বাইকের দ্বৌরাত্ব বেড়ে যাওয়ার কারণে প্রতিদিন ঘটে চলেছে দুর্ঘটনা । এই দুর্ঘটনা রোধ করার জন্য এবার উদয়পুর ট্রাফিক দপ্তর থেকে নেয়া হয়েছে কঠোর ব্যবস্থা। উদয়পুর পেরাতিয়া জাতীয় সড়কে উদয়পুর ট্রাফিক দপ্তরের পুলিশ কর্মীরা স্পিড মিটার নিয়ে রাস্তায় বসে বিভিন্ন ছোট বড়, যানবাহন এবং বাইক ও স্কুটির দ্রুতগতিতে আসা সেই স্পিড লিমিট যন্ত্রের মাধ্যমে পরীক্ষা করে নিচ্ছে। যে সকল গাড়ি এবং বাইকের স্পিড লিমিট নির্দিষ্ট লিমিটেড উপরে চলাচল করছে তাদের জরিমানা দিতে হচ্ছে ট্রাফিকের কাছে। একই সাথে হ্যামলেট বিহীন বিভিন্ন বাইক চালকের কাছ থেকে লাইসেন্স বাজেয়াপ্ত করা হচ্ছে ‌ । যেভাবে উদয়পুরে ট্রাফিক দপ্তর থেকে যান সন্ত্রাসের লাগাম টানার জন্য করা ব্যবস্থা গ্রহণ করেছে। এর ফলে উদয়পুর মহকুমা বাসীদের মধ্যে একটি স্বস্তির নিঃশ্বাস নেমে এসেছে। শহরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের অভিমত আগামী দিনেও যাতে এই ধরনের অভিযান প্রতিনিয়ত জারি রাখে উদয়পুর ট্রাফিক দপ্তর।‌ পাশাপাশি ট্রাফিক দপ্তরের এক আধিকারিক জানান এই ধরনের অভিযান প্রতিদিন জারী থাকবে গোটা উদয়পুর জুড়ে ।

Related Post

Leave a Comment