Home অপরাধ শ্বশুর বাড়িতে অগ্নিদগ্ধা হলেন গৃহবধূ

শ্বশুর বাড়িতে অগ্নিদগ্ধা হলেন গৃহবধূ

by admin
0 comment 112 views

প্রতিনিধি, উদয়পুর :-

শ্বশুরবাড়িতে অগ্নিদগ্ধা হলেন এক গৃহবধূ । অগ্নিদগ্ধা গৃহবধূর নাম চম্পা বিবি । বাড়ি উদয়পুর মহকুমার অন্তর্গত বাগমা বড়টিলা এলাকায় । ঘটনা সূত্রে জানা গিয়েছে , শনিবার সন্ধ্যায় মাটির চুল্লিতে রান্না করার সময় তার সমস্ত শরীরে আগুন ধরে যায়। কিন্তু তার মাঝে চম্পা বিবির বাপের বাড়ির সদস্যদের অভিযোগ প্রায়শই তার স্বামী যৌতুকের টাকার জন্য তার উপর নির্যাতন চালাত । তার মাঝে এই অগ্নি দগ্ধা হওয়া বিষয়টি গভীরভাবে সন্দেহের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে তারা জানান । অগ্নিদগ্ধা গৃহবধূকে এই দিন সন্ধ্যা রাতেই উদয়পুর টেপানিয়া জেলা হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসা করানোর জন্য । কিন্তু তার অবস্থা বেগতিখ দেখে তাকে সাথে সাথে আগরতলায় জিবি হাসপাতালে রেফার করা হয় । পরে এই ঘটনার খবর পেয়ে উদয়পুর আর কে পুর মহিলা থানার পুলিশ টেপানিয়া জেলা হাসপাতালে ছুটে যায় এবং কথা বলে অগ্নিদগ্ধা গৃহবধূর বাপের বাড়ির লোকজনের সাথে। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এবং উত্তেজনা ছড়ায় পরিবারের সদস্যদের মধ্যে ।

Related Post

Leave a Comment