ধর্মনগর প্রতিনিধি। রবিবার রাতে ধর্মনগরে আসামের একটি অটো করে ডাকাতি করতে আসে জনাব এক ব্যক্তি। রাত্রি কালে ধর্মনগর থানার পুলিশ পেট্রোলিং করার সময় এই প্রচন্ড গতিতে আসা আসামের অটোটিকে আটকানোর চেষ্টা করে। কিন্তু অটো রিক্সাটি একটি সিগন্যাল ভেঙে চলে গেলেও অপর সিগনালে ধর্মনগর থানার পুলিশের হাতে ধরা পড়ে। তল্লাশিতে অটোরিকশাটি থেকে কোবি উদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে এই কবিরুদ্দিনের কাছে আরো দুই তিনটি নাম জানতে পারা যায় কিন্তু তদন্তের স্বার্থে নাম গুলি পুলিশ গোপন রাখে। এই অটো থেকে শাবল দা সহ বেশ কিছু ভাঙ্গার এবং কাটার সামগ্রী উদ্ধার করা হয়। এই অপারেশনে বাগ বাসা থানার পুলিশ ধর্মনগর থানার পুলিশকে সাহায্য করেছে বলে, ধর্মনগর থানার ওসি হিমাদ্রি সরকার জানিয়েছেন। যে কোবি উদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় তার বাড়ি পার্শ্ববর্তী রাজ্য আসামের নিলাম বাজারে বলে জানা যায়। সোমবার কোর্টে তোলা হয় এবং জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাকে আটক রেখেছে। ইদানিং ধর্মনগরে চুরি এবং ডাকাতির ঘটনা উত্তরোত্তর ভাবে বৃদ্ধি পেয়ে চলেছে এবং পুলিশ এতে নির্বিকার বলে ধর্মনগরবাসী বারে বারে অভিযোগ তুলেছে।
ডাকাতি করতে আসা কোবি উদ্দিনকে ধরে ডাকাতির প্ল্যান বানচাল করল ধর্মনগর থানার পুলিশ।
by admin
written by admin
101
previous post
অর্কনীড়ে বসে আঁকো প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ
next post