ধর্মনগর প্রতিনিধি। গোপন সূত্রের ভিত্তিতে ত্রিপুরার চোরাই বাড়ি নাকা পয়েন্টে একটি ১২ চাকার গাড়িকে আটক করা হয়। ১৯ আগস্ট থেকে মুখ্যমন্ত্রীর নেশা মুক্ত ত্রিপুরার ডাকে উত্তর ত্রিপুরা পুলিশ চোরাই বাড়িতে একটি বিশেষ নাকা পয়েন্ট তৈরি করে। বৃহস্পতিবার গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নেতৃত্বে এন এল 01 এ জি 5879 নম্বরের একটি লরিকে আটক করে। এই লরিটিতে বিশেষ বিশেষ জায়গায় তল্লাশি চালিয়ে মোট ২৬৩ কেজি শুকনো গাজা উদ্ধার করতে সফল হয় পুলিশ। গাড়ি চালকের নাম নারায়ণ চন্দ্র সরকার তার বাড়ি আগরতলায়। চালক এবং গাড়িটিকে আটক করে রাখা হয়েছে। পুলিশ সুপার জানান গাড়িটি আগরতলা থেকে গোহাটির উদ্দেশ্যে যাচ্ছিল।