Home ত্রিপুরা বিশালগড়ে ঝড়ের তান্ডবে বিপর্যস্ত জনজীবন

বিশালগড়ে ঝড়ের তান্ডবে বিপর্যস্ত জনজীবন

by admin
0 comment 78 views

প্রতিনিধি, বিশালগড় , ১৭ নভেম্বর।। বিশালগড়ে ঝড়ের তাণ্ডবে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। দুর্যোগ মোকাবিলায় ময়দানে ঝাঁপিয়েছে মহকুমা প্রশাসন। মাঠে রয়েছে বিধায়ক সুশান্ত দেব। কোথাও কারোর অসুবিধা হলে জানানোর জন্য সামাজিক মাধ্যমে বার্তা দিয়েছেন বিধায়ক সুশান্ত দেব। শুক্রবার সকাল থেকে অবিরাম বর্ষণ শুরু হয়। কখনো ইলশেগুঁড়ি, কখনো মুষলধারে। দুপুর থেকে শুরু হয় প্রবল ঝড়। দিনভর হাট বাজার ছিল কার্যত ফাঁকা। রাস্তায় যানবাহনের সংখ্যা ছিল নগন্য। সন্ধ্যার পর প্রবল ঝরে আগরতলায় সাব্রুম জাতীয় সড়কের চড়িলামে ভেঙে পড়ে বিশালাকার গাছ। খানিকের জন্য যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে। পরবর্তী সময়ে বনদপ্তর এবং মহকুমা শাসকের এন ডি আরএফ টিম যুদ্ধকালীন তৎপরতায় গাছ কেটে রাস্তা পরিষ্কার করে। ঝড়ের তাণ্ডবে পূজা মন্ডপ ভেঙে পড়েছে। সিলভার এরো ক্লাবের মন্ডপ ভেঙে পড়েছে। মহকুমা শাসক রাকেশ চক্রবর্তী, বিধায়ক সুশান্ত দেব ঘটনাস্থলে ছুটে যান। এনডিআরএফ টিম গিয়ে রাস্তা পরিষ্কার করেন। ঝড়ের তান্ডবে জনমনে আতঙ্ক বিরাজ করছে। দিনভর ঘর থেকে বের হননি অধিকাংশ মানুষ। বিদ্যুৎ পরিষেবা মুখ থুবড়ে পড়ে। পরিষেবা স্বাভাবিক রাখতে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা দৌড়ঝাঁপ করছে। মারাত্মক ক্ষতির মুখে পড়েছে চাষিরা। পাকা আমন ধান ঘরে তোলার সময় হয়েছে।কিন্তু ঝড়ের তাণ্ডবে সবকিছু লন্ড ভন্ড হয়ে যায়। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে শীতকালীন রবিশস্য। দুশ্চিন্তায় চাষীরা । যাদের ফসল বীমা রয়েছে তারা সুবিধা পাবে। মহকুমা শাসক রাকেশ চক্রবর্তী জানান রাত দশটার পর ঝড়ের তান্ডব হ্রাস পেয়েছে। মহকুমা জুড়ে গাছ বিদ্যুৎ খুঁটি ভেঙে পরার খবর আসছে। প্রশাসন সজাগ রয়েছে। আগামীকাল কৃষি আধিকারিকরা চাষীদের ক্ষতির পরিমাণ নিরূপণ করবেন। সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

Related Post

Leave a Comment