প্রতিনিধি, বিশালগড়, ১৬ ডিসেম্বর।। দুয়ারে কড়া নাড়ছে ভোট। সুষ্ঠুভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে ভোটার তালিকা তৈরির কাজ। নতুন ভোটারদের নাম নথিভুক্তিকরণ, স্থানান্তর, মৃত ভোটারদের নাম বাতিল ইত্যাদি প্রক্রিয়া চলছে। বিশালগড় মহকুমা প্রশাসনের উদ্যোগে মহকুমার তিনটি বিধানসভা কেন্দ্রে ভোটার তালিকা তৈরির প্রক্রিয়া চলছে। সবগুলি রাজনৈতিক দলের সহযোগিতায় এ কাজ সুচারুভাবে সম্পন্ন হচ্ছে। এরজন্য দফায় দফায় সর্বদলীয় বৈঠক হয়েছে। শুক্রবার পঞ্চম সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয় বিশালগড় মহকুমা শাসকের অফিসে।
মহকুমার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি বৈঠকে অংশ নেন। বিশালগড় মহকুমা শাসক বিনয় ভূষণ দাসের সভাপতিত্বে হয় বৈঠক । এছাড়া উপস্থিত ছিলেন বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক রাহুল দাস, বিশালগড় থানার ওসি বাদল চন্দ্র সাহা প্রমূখ । বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিশালগড় মহকুমা শাসক বিনয় ভূষণ দাস বলেন যারা ৬ নম্বর ফর্মে নাম নথিভুক্তিকরণের জন্য আবেদন জানিয়েছে এবং দাবি আপত্তি জানিয়েছেন এই সব নামের তালিকা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধির হাতে তুলে দেওয়া হয়েছে। তিনি বলেন সকল রাজনৈতিক দলের সহযোগিতায় তিনটি বিধানসভা আসনে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে যাবতীয় প্রস্তুতি চলছে।
ভোটার তালিকা বিষয়ে বিশালগড়ে সর্বদলীয় বৈঠক
104