প্রতিনিধি, গন্ডাছড়া ১৬ ডিসেম্বর:- ডুম্বুর নগর আইসিডিএস প্রজেক্টের উদ্যোগে অঙ্গনওয়ারী কেন্দ্রে এলপিজি গ্যাস সংযোগ বিতরণী অনুষ্ঠানের শুক্রবার শুভ সূচনা হয়। এদিন গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বিআরসি হলে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এর শুভ সূচনা করা হয়। সেখানে উপস্থিত ছিলেন ডুম্বুরনগর ব্লকের ভাইস চেয়ারম্যান বিকাশ চাকমা, রইস্যাবাড়ি ব্লকের ভাইস চেয়ারম্যান কসরঞ্জন ত্রিপুরা, সমাজসেবী সমীর রঞ্জন ত্রিপুরা, সিডিপিও প্রদীপ কুমার মুড়াসিং, বিদ্যালয় পরিদর্শক তৈসা মগ, গন্ডাছড়া আইসিডিএস প্রজেক্ট এর চেয়ারপারসন কনিতা রিয়াং প্রমুখরা। ভাইস চেয়ারম্যান বিকাশ চাকমা সেখানে আলোচনা করতে গিয়ে জানান এদিন ১৭০টা অঙ্গনওয়ারী কেন্দ্রে গ্যাস সংযোগ দেওয়া হয়। এর আগে ৬৯টা কেন্দ্রে সংযোগ দেওয়া হয়েছে। ডুম্বুরনগর আইসিডিএস প্রজেক্টের অধীন ২৩৯ টা অঙ্গনওয়ারী কেন্দ্রের মধ্যে সব কয়টি কেন্দ্রে গ্যাস সংযোগের কাজ শেষ হয়। তিনি বলেন এটা হল কেন্দ্রীয় সরকারের একটা প্রজেক্ট। দেশের প্রধানমন্ত্রী সারা দেশের অঙ্গনওয়ারী বিশেষ করে হেলপারদের কথা চিন্তা করে এই বলিষ্ঠ সিদ্ধান্ত নিয়েছেন। ভাইস চেয়ারম্যান বলেন শুধু অঙ্গনওয়ারী হেল্পারদের জন্য নয়, প্রধানমন্ত্রী গোটা দেশের মা-বোনদের জন্য গ্যাসের সুব্যবস্থা করে দিয়েছেন। এলপিজি গ্যাসের সুবিধা পেয়ে অঙ্গনওয়ারী কর্মীদের মধ্যে সস্তির ভাব লক্ষ্য করা যায়।
ডুম্বুর নগর আইসিডিএস প্রজেক্টের উদ্যোগে অঙ্গনওয়ারী কেন্দ্রে এলপিজি গ্যাস সংযোগ বিতরণী অনুষ্ঠান
by admin
written by admin
92
previous post
ভোটার তালিকা বিষয়ে বিশালগড়ে সর্বদলীয় বৈঠক
next post