Home » আগামী ১৯ এপ্রিল নতুন সূর্যের পথ দেখাবে বিপ্লব : রামপদ

আগামী ১৯ এপ্রিল নতুন সূর্যের পথ দেখাবে বিপ্লব : রামপদ

by admin

প্রতিনিধি , উদয়পুর :-

লোকসভা নির্বাচনের দিন তারিখ যত সামনের দিকে এগিয়ে এসেছে ততই যেন বেড়ে চলেছে রাজনীতির উত্তাপ। প্রতিদিন শাসক দল সমতল থেকে পাহাড় সর্বোত্ত দলীয় প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে প্রচার করে চলেছেন । বাগমা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আঠারোভোলা এলাকায় এক যোগদান সভা অনুষ্ঠিত হয় । এই যোগদান সভায় প্রধান বক্তা হিসেবে ছিলেন বিধায়ক রামপদ জমাতিয়া । সভায় বক্তব্য রাখতে গিয়ে রামপদ জমাতিয়া বলেন ,বাগমা আঠারোভোলা এলাকায় বিগত দিনে তৎকালীন বাম মন্ত্রী নরেশ জমাতিয়া কোন উন্নয়ন করেনি । এর ফলে দিনের পর দিন জাতি , উপজাতি সফল অংশের মানুষ একের পর এক উন্নয়নের কাছ থেকে পিছিয়ে পড়ে। ২০১৮ সালে রাজ্যে পালা বদলের পর রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের যৌথ উদ্যোগে এই রাজ্যকে বিভিন্ন উন্নয়নের মধ্য দিয়ে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য কাজ করেছে। কৃষক থেকে শুরু করে স্বাস্থ্য ক্ষেত্র ও শিল্প থেকে শুরু করে অর্থনীতির উন্নয়নে নিয়ে এসেছে জুয়ার । বিধায়ক প্রশ্ন তোলেন কেন বিগত দিনে তৎকালীন সময় বামেরা রাজ্যের উন্নয়ন করার জন্য কোন ভূমিকা গ্রহণ করেনি ? সরাসরি আক্রমণ করেন ততকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকার কে । এই যোগদান সভায় বিধায়ক সমস্ত মানুষের কাছে আহ্বান রাখেন আগামী ১৯ এপ্রিল বিপ্লব কুমার দেব কে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য । পরে আঠারোভোলা এলাকার ১০ নং বুথের তিন পরিবারের সাতজন ভোটার সিপিআইএম দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেয়। তাদেরকে দলে বরণ করে নেন দলীয় পতাকা দিয়ে বিধায়ক রামপদ জমাতিয়া।

You may also like

Leave a Comment