Home » বামগ্ৰেসের প্রার্থী বড় হারের মুখ দেখবে : অভিষেক

বামগ্ৰেসের প্রার্থী বড় হারের মুখ দেখবে : অভিষেক

by admin

প্রতিনিধি, উদয়পুর :-রাধাকিশোরপুর মন্ডলের ২৫ নং বুথ কমিটির উদ্যোগে আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব এর সমর্থনে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয় সোমবার সন্ধ্যায় উদয়পুর সেন্ট্রাল রোডে । এই নির্বাচনী সভায় প্রধান বক্তা হিসেবে ছিলেন বিধায়ক অভিষেক দেবরায় । এছাড়া ছিলেন , জেলা যুব মোর্চার সভাপতি সুকান্ত সাহা , বুথ সভাপতি অনুপ সাহা , ও প্রবেশ কিষানণ মোর্চার অন্যতম সহ-সভাপতি পান্নালাল সাহা সহ প্রমূখ । নির্বাচনী সভায় ভাষণ রাখতে গিয়ে বিধায়ক শ্রী দেবরায় বলেন , লোকসভা নির্বাচন যত ঘনিয়ে আসছে বিরোধী দলের মধ্যে তত ভাঙ্গন পরিলক্ষিত হচ্ছে ।‌ মানুষ দলে দলে কংগ্রেস এবং বামফ্রন্টের জোটের ওপর আস্থা হারিয়ে বিজেপি জোটের উপর আস্থা রেখে চলেছে । তিনি বলেন , গত ২৫ বছর বাম রাজত্বে গোমতী জেলা সহ সারা রাজ্যে কয়েক শত কংগ্রেস কর্মী খুন হয়েছেন । বিরোধী দল করার অপরাধে বহু কর্মীর বাড়িঘর আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল । ব্যতিক্রম ছিল না রাধা কিশোরপুর বিধানসভা কেন্দ্রও। প্রতিটি নির্বাচনের ফলাফল ঘোষণার পর রাধা কিশোরপুর বিধানসভা কেন্দ্রে বেঁছে বেঁছে সেই সময় কংগ্রেস কর্মীদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হতো। আজ সেই সব কথা ভুলে গিয়ে কংগ্রেস নেতা সিপিএমের সাথে মিশে গিয়েছেন । তারা একসাথে মিলে ভোটে প্রার্থী দাঁড় করিয়েছেন । এই অশুভ জোটকে প্রত্যাখ্যান করে আগামী দিনে রাধা কিশোরপুর বিধানসভা কেন্দ্র সহ সারা রাজ্যের সার্বিক উন্নয়নের প্রবাহ ধরে রাখতে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থীকে জয় নিশ্চিত করতে হবে । তাই সকাল সকাল ভোটাররা নিজের ভোট নিজে দিয়ে বিজেপি প্রার্থীকে জয়ী করুন। ভাষণের মধ্য দিয়ে ভোটারদের কাছে এই আবেদন রাখেন বিধায়ক । এদের নির্বাচনী সভাকে কেন্দ্র করে দলীয় কর্মী থেকে শুরু করে সমর্থক এবং বাজারে আশা ক্রেতা বিক্রেতাদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায় ।‌

You may also like

Leave a Comment