প্রতিনিধি, উদয়পুর :-
বিধানসভা ভোটের আগেই আতঙ্কের পরিবেশ গড়ে তুলছে উদয়পুরে দুষ্কৃতিকারীরা । শনিবার মকর সংক্রান্তির গভীর রাতে উদয়পুর জেল রোড এলাকায় দুইটি দোকানে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতিকারীরা । বিধ্বংসী আগুনে পুড়ে ছাই দোকান ঘর । অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে রাত তিনটায় অগ্নি নির্বাপকের দুইটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ঘন্টা খানেকের চেষ্টায় । অগ্নিকাণ্ডের ঘটনায় দুই ছোট ব্যবসায়ী আমাদের প্রতিনিধিকে সাক্ষাৎকার দিতে গিয়ে জানান , গতকাল রাতে এই বিধ্বংসী অগ্নিকাণ্ডে তাদের ক্ষয়ক্ষতি হয়েছে লক্ষাধিক টাকার উপরে ।
বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে রবিবার সকাল ১১ টায় স্থানীয় বিধায়ক তথা পরিবহনমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ঘটনা স্থলে ছুটে যান এবং কথা বলেন ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও এলাকাবাসীদের সাথে । সেই সাথে উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিকের সাথে টেলিফোনে কথা বলেন পরিবহনমন্ত্রী । এদিন ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের আর্থিকভাবে সাহায্য করেন তিনি । পরে আমাদের সংবাদ প্রতিনিধির প্রশ্নের উত্তরে তিনি বলেন, এই ঘটনা সাথে সিপিআইএম এবং কংগ্রেসের যোগসাজশ থাকতে পারে বলে তিনি অভিযোগ করেন । যারা এই ঘটনার সাথে যুক্ত তাদেরকে আটক করে গোটা উদয়পুর বাসীদের সামনে তাদের সন্ত্রাসের মুখোশ খুলে দেয়া হবে বলে তিনি সরাসরি হুশিয়ারি দেন । উদয়পুরে একের পর এক দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় গোটা উদয়পুর শহরে থমথমে ও আতঙ্কের পরিবেশ বিরাজ করছে ।