তেলিয়ামুড়ায় পুলিশ বড় ধরনের একটি চোর চক্রকে আটক করতে সক্ষম হয়েছে
প্রতিনিধি তেলিয়ামুড়া । ১৫ই ডিসেম্বর।
তেলিয়ামুড়ায় পুলিশ বড় ধরনের একটি চোর চক্রকে আটক করতে সক্ষম হয়েছে। গত বেশ কিছুদিন ধরে তেলিয়ামুড়া মোটর স্ট্যান্ড সহ বিভিন্ন এলাকাতে থামানো যানবাহন গুলি থেকে বিভিন্ন সামগ্রী সহ গাড়ির জ্বালানি তেল চুরি হয়ে আসছিল। এ নিয়ে যান চালকেরা চোরকে পাকড়াও করতে না পেরে দ্বিধা দ্বন্ধের মধ্য দিয়ে চলছিল। কিন্তু বুধবার গভীর রাতে লালটিলা এলাকার লোকজন আচমকাই একটি গাড়িকে অসংলগ্ন অবস্থায় ঘোরাফেরা করতে দেখে ধাওয়া করে। পরবর্তী সময় TR01AA1791 নম্বরের বোলেরু পিকআপ গাড়িটি হাওয়াই বাড়ি ট্রাফিক পুলিশের নাকা পয়েন্টের সামনে এসে দাঁড়ায়। তখনই ট্রাফিক পুলিশ গাড়িটিতে তল্লাশি করার জন্য এগিয়ে যেতেই দুই যুবক পালিয়ে যেতে সক্ষম হলেও গাড়ির চালককে পাকড়াও করে ট্রাফিক পুলিশ। পরে তেলিয়ামুড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
এদিকে তেলিয়ামুড়া থানার পুলিশ গাড়িটিতে তল্লাশি চালিয়ে প্রায় ২০০ লিটার জ্বালানি তেল সহ বাজেয়াপ্ত করে চালককে নিজেদের হেফাজতে নেয়। বৃহস্পতিবার সকালে বাস জিপ চালক সংঘের এক প্রতিনিধি দল তেলিয়ামুড়া থানায় গিয়ে আকাশ দেব নামের আটককৃত যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়েই পুলিশ ওই আটককৃত যুবকের বিরুদ্ধে তদন্ত চালিয়ে দেখছে বিভিন্ন সময়ে চুরি হওয়া সামগ্রী গুলি উদ্ধার করতে সক্ষম হয় কিনা।