Home » রাজনৈতিক সংঘর্ষের জেরে রক্তাক্ত এবং আহত হয়ে শাসকদলের এক যুবকর্মী

রাজনৈতিক সংঘর্ষের জেরে রক্তাক্ত এবং আহত হয়ে শাসকদলের এক যুবকর্মী

by admin

বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ক্রমেই রাজনৈতিক সংঘর্ষের ঘটনাগুলো বাড়ছে। এবার রাজনৈতিক সংঘর্ষের জেরে রক্তাক্ত এবং আহত হয়ে শাসকদলের এক যুবকর্মী হাসপাতালে ভর্তি হলেন, ঘটনা ঘিরে এলাকায় সাময়িক কালের জন্য উত্তেজনা তৈরি হলেও বর্তমানে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি রয়েছে নিয়ন্ত্রণে। তবে রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে অবস্থা থমথমে বলা চলে।
ঘটনা কল্যাণপুর থানাধীন বাগান বাজারের তাতিপাড়া এলাকাতে। ঘটনার বিবরণে জানা যায় আজ স্থানীয় বিজেপি দলের যুব মোর্চার সক্রিয় সদস্য কাজল দেব ব্যক্তিগত কাজে তাতিপাড়া এলাকায় গেলে অভিযোগ বিরোধী সিপিআইএম দলের কয়েকজন কর্মী সমর্থক কাজলের উপর আক্রমণ করে। এর জেরে কাজল রক্তাক্ত এবং আহত হয়ে রাস্তার পাশে প্রায় সঙ্গাহীন হয়ে লুটিয়ে পড়ে বলেও জানা গেছে। ঘটনার খবর পেয়ে কাজলের পিতা কালিদাস দাস ঘটনাস্থলে ছুটে গেলে ওনার উপরেও আক্রমণ করা হয় বলে কাজলের এক নিকট আত্মীয় দাবি করেছে।
এর পরবর্তী সময়ে স্থানীয় মানুষদের সহায়তায় রক্তাক্ত আহত এবং প্রায় সঙ্গাহীন কাজলকে কল্যাণপুর হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়, তার মাথায় আঘাত লেগেছে বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে মহকুমা পুলিশ আধিকারিক প্রসনকান্তি ত্রিপুরার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে, যদিও প্রথম অবস্থায় সাময়িক ব্যাপক উত্তেজনা তৈরি হয়।
ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি দলের বক্তব্য হচ্ছে বিরোধী সিপিআইএম দলের একদল কর্মী সমর্থকরা পরিকল্পনা মাফিক বিজেপি দলের সক্রিয় কর্মী কাজল এবং তার বাবার উপর আক্রমণ সংঘটিত করে, এই গোটা ঘটনাকে বিজেপি দল তীব্র ভাষায় নিন্দা করার পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছে।
এদিকে ঘটনার পরপরই সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কল্যাণপুর বিজেপি দলের পক্ষ থেকে ১০ জনের বিরুদ্ধে মামলা করে তার মধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে। কল্যাণপুর থানায় লিপিবদ্ধ হওয়া মামলার নাম্বার ৫৩, ধারা- ৩৪১/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬/৩৪ আই পি সি। চারজনকে বিকাল তিনটায় খোয়াই আদালতে পাঠায়
আপাতত গোটা এলাকায় রয়েছে পুলিশে নিরাপত্তা ব্যবস্থা, পরিস্থিতি রয়েছে স্বাভাবিক

You may also like

Leave a Comment