Home » মাত্র ৫৭ বছর বয়সে ব্যর্থ হলেন বিজেপি দলের রাজ্য কমিটির সদস্য পান্না শর্মা।

মাত্র ৫৭ বছর বয়সে ব্যর্থ হলেন বিজেপি দলের রাজ্য কমিটির সদস্য পান্না শর্মা।

by admin

ধর্মনগর প্রতিনিধি। শুক্রবার সবাইকে কাঁদিয়ে চিরতরে বিদায় নিলেন রাজ্য কমিটির সদস্য পান্না শর্মা। মাত্র ৫৭ বছর বয়স হয়েছে এবং কয়েকদিন ধরে কিডনি জনিত সমস্যায় ভুগছিলেন। দীর্ঘদিন ধরে বিশেষ করে 2018 রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে প্রচুর সংগ্রাম করেছিলেন কেমন করে রাজ্যে বিজেপি সরকারকে প্রতিষ্ঠা করা যায় তাই নিয়ে। যুবরাজ নগরের বিধায়ক যাদব লাল নাথ ওনার মৃত্যুতে মর্মাহত। দীর্ঘদিন একসাথে পার্টি র কাজ করে গেছেন এবং একই বিধানসভা এলাকার মানুষ হওয়ায় একে অপরের প্রতি সহানুভূতিতে ছিল ভরপুর। উত্তর জেলা সভাধিপতি ভবতোষ দাস ছিলেন পান্না শর্মা অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ। উত্তর জেলা বিজেপি দলের সভাপতি কাজল দাস পান্না শর্মা মৃত্যুকে মেনে নিতে পারছেন না। ওনার স্ত্রী টিংকু শর্মা কালা চড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান পদে বর্তমানে প্রতিষ্ঠিত। এক পুত্র এবং এক কন্যার জনক ছিলেন এই বরিষ্ঠ রাজনীতিবিদ। একসাথে অনেক সংগ্রাম এবং আন্দোলনের জন্য পার্টি সদস্যরা তাকে ভুলে যেতে পারছে না। আজ অর্থাৎ শুক্রবার বিকাল সাড়ে তিন ঘটিকায় তার মৃতদেহ জেলা কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখানে পার্টি সদস্যরা দল বেঁধে তাকে শেষ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন।

You may also like

Leave a Comment