প্রতিনিধি, গন্ডাছড়া ১৪ জুন:- ১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস। এ উপলক্ষে শুক্রবার গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এনএসএস ইউনিটের ছাত্র-ছাত্রীদের উদ্যোগে গন্ডাছড়া থানা চৌমুহনী এলাকায় পথ চলতি লোকজনদের মধ্যে সচেতনতামূলক রিফ্লেট বিতরণ করা হয়। সেখানে উপস্থিত ছিলেন গন্ডাছড়া দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ের এনএসএস প্রোগ্রাম অফিসার ভাস্কর ঘোষ সহ এনএসএস ইউনিটের ছাত্র-ছাত্রীরা। এদিন বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে এনএসএস প্রোগ্রাম অফিস ভাস্কর ঘোষ জানান বিদ্যালয়ের এনএসএস ইউনিট সারাবছরই বিভিন্ন কর্মসূচি সংঘটিত করে থাকে।সম্প্রতি গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এনএসএস এর স্পেশাল ক্যাম্পে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। তিনি জানান উক্ত রক্তদান শিবিরে সেই দিন একটি বিষয় লক্ষ্য করা যায় যারা রক্তদান করার মত সক্ষম তারা রক্তদানে এগিয়ে আসছে না। প্রোগ্রাম অফিসার আজকের বিশেষ দিনে এসব সক্ষম ব্যক্তিদের রক্তদানে এগিয়ে আসার আহবান রাখেন। তিনি আরো বলেন রক্তদান জীবন দান, এক ফোঁটা রক্ত একটি মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচাতে পারে। এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সবাই’কে এগিয়ে এসে সুন্দর দেশ গড়ারও আহ্বান রাখেন।
111