Home » কয়েদি পলায়ন কান্ডে গ্রেপ্তার কারারক্ষী

কয়েদি পলায়ন কান্ডে গ্রেপ্তার কারারক্ষী

by admin

প্রতিনিধি, বিশালগড়, ১৫ মে।। কেন্দ্রীয় সংশোধনাগার থেকে কয়েদি পলায়ন কান্ডে দুই কারারক্ষীকে গ্রেপ্তার করেছে বিশালগড় থানার পুলিশ। ধৃতরা হলেন মফিজ মিঞা এবং তপন রূপিনি। বুধবার তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার সংশোধনাগারের সাজাপ্রাপ্ত কয়েদি স্বর্ণ কুমার ত্রিপুরা নিখোঁজ হয়ে যায়। ডাকাতি খুন সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিল সে। ছিলেন জঙ্গি দলের সদস্য। এর আগেও দুই বার কারাগার থেকে পালিয়েছিল স্বর্ণ কুমার। মঙ্গলবার রহস্যজনক ভাবে উধাও হয়ে যায় সে। এরপর রীতিমতো ভূমিকম্প সৃষ্টি হয় প্রশাসনিক স্তরে। জেলা পুলিশ সুপার সহ কারা দপ্তরের আধিকারিকরা ছুটে যান বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে। বিশালগড় থানায় মামলা দায়ের করেন বিশালগড় মহকুমা শাসক রাকেশ চক্রবর্তী। পুলিশ ভারতীয় দন্ডবিধির ১২০( বি) /২২১/২২৪/২২৫(এ)/১০৯/১৩০ ধারায় মামলা গ্রহণ করেছে। তদন্তকারী অফিসার রাকেশ দেবনাথ তদন্ত প্রক্রিয়া শুরু করেন। বুধবার গ্রেপ্তার করা হয়েছে দুই কারারক্ষীকে। ধৃত মফিজ মিঞা এবং তপন রুপিনিকে আদালতে সোপর্দ করে তদন্তকারী অফিসার। উভয়কেই আগামী ২১ মে পর্যন্ত জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে বিচারক। বিশালগড় থানার ওসি রানা চ্যাটার্জি জানান তদন্ত প্রক্রিয়ার পাশাপাশি পলাতক কয়েদি স্বর্ণ কুমার ত্রিপুরাকে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। এই ঘটনার সঙ্গে যারাই যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

You may also like

Leave a Comment