প্রতিনিধি কমলাসাগর ১৫ মে :-কোনাবন কলোনি উচ্চ বিদ্যালয় স্কুলে ইকো ক্লাবের উদ্যোগে এবং হরিহরদোলা BSF ক্যাম্পের সহায়তায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। তৎ সঙ্গে স্কুলের ছাত্রদের নিয়ে ২ কিলোমিটার সাইকেল র্যালি করা হয়। কোনাবন কলোনি স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলাসাগর বিধানসভার বিদায়িকা অন্তরা সরকার দেব, উপস্থিত ছিলেন ১৫০ নং ব্যাটেল এসিস্টেন্ট কমান্ড্যান্ট সুভাষ কুমার ইয়াদাভ,রাধানগর পঞ্চায়েতের প্রধান রত্না সরকার উপপ্রধান রতন দেবনাথ স্কুলের প্রধান শিক্ষক এসএমসি কমিটির চেয়ারম্যান সমাজসেবক চিত্তরঞ্জন দেবনাথ, টিটন দেবনাথ, সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা গণ । অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্জালনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিধায়িকা অন্তরা সরকার দেব ও এসিস্ট্যান্ট কমান্ড্যান্ট সুভাষ কুমার ইয়াদাভ। পরবর্তী সময়ে কোনাবন কলোনি স্কুলের মাঠের চারপাশে বৃক্ষরোপণ করেন স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে। ছাত্র-ছাত্রীদের কে সঙ্গে নিয়ে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে কমান্ডেন্ট ও বিদায়িকা স্কুল মাঠের চতুর দিকে বৃক্ষরোপণ করেন। অনুষ্ঠানে ১৫০ নং ব্যাটেলিনের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন আলোচনা করতে গিয়ে উল্লেখ করেন এই গরমের দাবদাহ থেকে রক্ষা পেতে হলে সমাজের প্রত্যেকটি ব্যক্তি বৃক্ষরোপণ করতে হবে তাছাড়া বৃক্ষরোপণ করলেই হবে না এই গাছকে অতি যত্নে সহকারে বড় করে তুলতে হবে আর সেই ভূমিকা যাতে ছাত্রছাত্রীরা পালন করে সেই আবেদন রাখেন। পরবর্তী সময়ে কমনসাগর বিধানসভার বিদায়কা আলোচনা করতে গিয়ে গাছ আমাদের কত প্রয়োজনীয় জিনিস তা নিয়ে আলোচনা করেন ছাত্র-ছাত্রীদের বৃক্ষরোপণ কর্মসূচিতে আগামী দিন অগ্রনীয় ভূমিকা পালন করতে হবে বলে জানান।
302
previous post
বিশালগড়ে শুরু এমএলএ কাপ ক্রিকেট টুর্নামেন্ট
next post