প্রতিনিধি মোহনপুর:- নেশা কারবারিদের সাথে সরকারের জিরো টলারেন্স পলিসি পরিলক্ষিত মোহনপুরে। বিগত দুইদিন যাবত ব্যাপক পরিমাণ গাঁজা বিরোধী অভিযান জারি রইল মোহনপুর পুলিশ মতে। বুধবার ভোরে পশ্চিম সিমনা এলাকাতে গাঁজা বিরোধী অভিযানে ধ্বংস করা হয়েছে প্রায় ২০ হাজার গাঁজা গাছ। যার ফলে বড়সড় ধাক্কা খেলো গাঁজা চাষিরা।
মোহনপুর মহাকুমাতে সিধাই থানা এবং লেফুঙ্গা থানা এলাকাতে গাঁজা চাষ হয়ে আসছে দীর্ঘদিন যাবত। এরমধ্যে সিধাই থানা এলাকাতে ব্যাপক পরিমাণ জমিতে চাষ হচ্ছে অবৈধ গাঁজা। বিগত বেশ কয়েকদিন যাবত পুলিশ গাঁজা গাছ ধ্বংস করার জন্য কাজ করছে সিধাই থানা এলাকাতে। বুধবার পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার উত্তম বণিকের নেতৃত্বে এসডিপিও বিজয় সেন, সুন্দরটিলা ফাঁড়ির ওসি ধ্রুবজয় রিয়াংয়ের উপস্থিতিতে চলে এই গাঁজা বিরোধী অভিযান। এদিন পশ্চিম সিমনার সাতছড়ি এলাকাতে এই গাঁজা বিরোধী অভিযানে পুলিশ টিএসআর এবং সিআরপিএফ যৌথভাবে কাজ করে। গাঁজা বাগান ধ্বংস করার পাশাপাশি এই গাঁজা চাষের সাথে জড়িত থাকার দায়ে কোন ব্যক্তিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে এই ধরনের গাঁজা বিরোধী অভিযান জারি থাকবে বলে জানিয়েছেন এসডিপিও বিজয় সেন।
পুলিশি অভিযানে ২০ হাজার গাঁজা গাছ ধ্বংস পশ্চিম সিমনায়
132
previous post