![](https://tv100bangla.com/wp-content/uploads/2023/01/WhatsApp-Image-2023-01-14-at-8.33.56-PM.jpeg)
দুইজন নেশাকারবারীদের বিরুদ্ধে মামলা নিলো বাইখোড়া থানার পুলিশ।
ঘটনার বিবরনে জানাযায় শুক্রবার শান্তির বাজার মহকুার অন্তর্গত সাঁচীরামরাড়ী পার্ক সংলগ্ন এলাকায় দুইজন নেশা কারবারীকে আটক করলো এলাকাবাসী। এই বিষয়ে খবরপেয়ে ঘটনাস্থলে ছুটেযায় বাইখোড়া থানার ওসি বিষ্ণু চন্দ্র দাস ও এস আই শীব শঙ্কর সাহা। পুলিশ ঘটনাস্থলে উপস্থিতহয়ে দুই যুবকে তল্লাশি চালিয়ে ৭৬ কৌটা ব্রাউন সুগার ও খালি ১৯৫ টি কৌটা উদ্ধার করে। বিগতদিনে এই এলাকাথেকে অনেক নেশাকারবারীকে আটক করে জোলাইবাড়ী ফাঁড়ী থানার পুলিশের হাতে তুলেদেয় এলাকাবাসী। বর্তমান সময়ে বাইখোড়া থানায় নতুন ওসির দায়িত্ব পাবার পর নেশাকারবারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহন করছেন ওসি বিষ্ণু চন্দ্র দাস। আজকের এই দুই নেশাকারাবারীকে এলাকাবাসী পুলিশের হাতে তুলেদেবার পর দুইজনের বিরুদ্ধে বাইখোড়া থানায় ৩ নাম্বার কেইসে একটি মামলা হাতেনিলো পুলিশ। এই দুইজন নেশাকরবারী হলো শান্তির বাজার মহকুমার দেবীপুরের বাসিন্দা পেমেন্দ্র রিয়াং ও বীরচন্দ্র মনুর বাসিন্দা হেমেলটন রিয়াং। এই নিয়ে সংবাদমাধ্যমের সন্মুখিন হয়ে বাইখোড়া থানার ওসি জানান দুইজনকে আগামীকাল বিলোনিয়া জেলা ও দায়রা আদালতে প্রেরন করাহবে এবং জিঞ্জাসাবাদের জন্য পুলিশ রিমান্ডের আবেদন করাহবে। তিনি জানান নেশাকারবারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহন করাহবে। আজকের দিনে উদ্ধার নেশাসামগ্রীর বাজার মূল্য প্রায় ১৫ থেকে ২০ হাজার টাকা হবে বলেজানান ওসি ।