Home » ফের লালন-ময়নাতদন্ত? জল গড়াল আদালতে, রাজ্য বনাম সিবিআই টানাপড়েন,

ফের লালন-ময়নাতদন্ত? জল গড়াল আদালতে, রাজ্য বনাম সিবিআই টানাপড়েন,

by admin

বগটুইকাণ্ডে মূল অভিযুক্ত লালন শেখের দেহের ময়নাতদন্তের জল গড়াল কলকাতা হাই কোর্ট পর্যন্ত। দ্বিতীয় বার ময়নাতদন্ত করানোর কথাও বলে আদালত। রাজ্য জানায়, দ্বিতীয় বার ময়নাতদন্ত করতে গেলে মাটি খুঁড়ে লালনের দেহ বার করতে হবে। কারণ, তাঁর দেহ কবর দেওয়া হয়ে গিয়েছে। তার পরেই হাই কোর্টের নির্দেশ, আপাতত স্থগিত থাকবে দ্বিতীয় ময়নাতদন্তের প্রক্রিয়া।

সিবিআই আধিকারিকদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজের আবেদন নিয়ে বুধবার হাই কোর্টে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মামলার শুনানি চলাকালীন লালনের ময়নাতদন্তের রিপোর্ট দেখেন বিচারপতি জয় সেনগুপ্ত। সেই রিপোর্ট দেখার পর বিচারপতি রিপোর্টে উল্লিখিত একটি শব্দ নিয়ে বিস্ময় প্রকাশ করেন। তার পরেই দ্বিতীয় বার ময়নাতদন্তের কথা বলেন তিনি। তখন সিবিআইয়ের আইনজীবী প্রস্তাব দেন, দ্বিতীয় বার ময়নাতদন্ত যেন আলিপুরের কমান্ড হাসপাতাল থেকে করানোর নির্দেশ দেয় আদালত। রাজ্য সরকারের তরফ থেকে তাতে আপত্তি জানানো হয়। এর পর বিচারপতি সেনগুপ্ত জানান, কল্যাণীর এমসে লালন শেখের দেহের দ্বিতীয় বার ময়নাতদন্ত করাতে হবে।

আদালতে উপস্থিত আইনজীবীদের একটি অংশের দাবি, লালনের ময়নাতদন্তের রিপোর্ট পড়ার সময় তিনটি শব্দের উল্লেখ করেন বিচারপতি, ‘ভায়োলেন্ট মেকানিক্যাল অ্যাসফিক্সিয়া’। যা দেখেই সম্ভবত বিচারপতি অবাক হয়ে যান। চলতি পরিভাষায় এই শব্দের অর্থ হল, মানুষের শ্বাসপ্রশ্বাসের প্রক্রিয়ায় কোনও যান্ত্রিক হস্তক্ষেপের ফলে শরীরে অক্সিজেনের অভাবজনিত কারণে মৃত্যু।

আরও পড়ুন:

You may also like

Leave a Comment