প্রতিনিধি, বিশালগড়, ১৪ ডিসেম্বর।। দুই দিন ব্যাপি সিপাহীজলা জেলা ভিত্তিক বিজ্ঞান গণিত পরিবেশ প্রদর্শনী ও বিজ্ঞান সেমিনার শুরু হয়েছে। বুধবার বিশালগড় অফিসটিলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে আয়োজিত বিজ্ঞান মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ। এ উপলক্ষে টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী রতন লাল নাথ ছাড়াও উপস্থিত ছিলেন বিশালগড় পুর পরিষদের চেয়ারম্যান অঞ্জন পুরকায়স্থ, ভাইস চেয়ারম্যান সুশান্ত দেব, সমাজসেবক গৌরাঙ্গ ভৌমিক, দপ্তরের অধিকর্তা এন সি শর্মা, অফিসটিলা স্কুলের এসএমসি চেয়ারম্যান সুজয় দে প্রমুখ। সভাপতিত্ব করেন জেলা শিক্ষা আধিকারিক হাবুল লোধ। স্বাগত ভাষণ রাখেন অফিসটিলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় ভৌমিক। বিজ্ঞান গণিত পরিবেশ প্রদর্শনীতে জেলার ৫৫ টি স্কুলের মোট ১০০ টি মডেল ছিল। প্রধান অতিথি শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ বলেন রাজ্যের ছেলেমেয়েরা বিজ্ঞান মনষ্কতায় সমৃদ্ধ হচ্ছে। বর্তমান ছাত্র যুব সমাজ এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার কারিগর হবে। তিনি বলেন করোনা মহামারী পরিস্থিতি বাদ দিলে মাত্র আড়াই বছর কাজ করার সূযোগ পেয়েছে সরকার। এতো কম সময়ের মধ্যে এতো অগ্রগতি কোন রাজ্যে হয়েছে কি-না জানিনা। এতো গুলো ঘর, এতো বাড়িতে জল এতো কম সময়ের মধ্যে কেউ দিতে পেরেছে কি-না জানিনা। বিশেষ করে শিক্ষা ব্যাবস্থার আমূল পরিবর্তন ঘটেছে। বিদ্যাজ্যোতি প্রকল্প, এনসিআরটি সিলেবাস, সুপার থার্টি ইত্যাদি প্রকল্পে ছাত্র সমাজ উপকৃত হয়েছে। স্কুলের পরিকাঠামো উন্নয়ন হয়েছে। শিক্ষক নিয়োগ হয়েছে। তিনি বলেন একবিংশ শতাব্দীর উপযোগী করার জন্য আমাদের ছাত্র সমাজকে তৈরি করছি। আত্মনির্ভরশীল ত্রিপুরা এই বিজ্ঞান চেতনার উন্মেষের মধ্যে দিয়ে হবে। আজকের ছাত্রদের নিয়ে আমরা স্বপ্ন দেখি। যে স্বপ্ন আমাদের ঘুমুতে দেয়না। শেষে বিভিন্ন স্কুল থেকে আগত বিজ্ঞান মডেল গুলো পরিদর্শন করেন শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ সহ অতিথিরা। বৃহস্পতিবার টাউন হলে বিজ্ঞান সেমিনার অনুষ্ঠিত হবে। এরপর বিকালে দুই দিন ব্যাপি প্রদর্শনীর সমাপ্তি ঘটবে ।
93