প্রতিনিধি , উদয়পুর :- শিক্ষাঙ্গনে চুরির ঘটনায় উদ্বিগ্ন শিক্ষক শিক্ষিকারা । এবারের ঘটনা মাতাবাড়ি কলুয়াডেপা এস.বি.স্কুলে । ঘটনার বিবরণে জানা যায় , সকালে স্কুলের শিক্ষক শিক্ষিকারা যখন বিদ্যালয়ে প্রবেশ করে তখন তাদের প্রথমে নজর পরে স্কুলের কম্পিউটার কক্ষটি সম্পূর্ণভাবে খোলা অবস্থায় রয়েছে । পরে দেখতে পায় কম্পিউটারের একটি ব্যাটারি ও বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহৃত শব্দযন্ত্র চুরি হয়ে গিয়েছে । যার বাজার মূল্য প্রায় ৮০ হাজার টাকা । পূর্বেও এই বিদ্যালয়ে তিনবার চুরি সংগঠিত করেছিল চোরের দল । শিক্ষক-শিক্ষিকারা প্রশ্ন তুলে একের পর এক চুরির ঘটনা যেভাবে ঘটে চলেছে এই বিদ্যালয়ে তাতে করে গোটা ঘটনা নিয়ে পুলিশ সঠিক তদন্ত কেন করছে না এনিয়ে প্রশ্ন । পরবর্তী সময়ে এদিন মহারানী ফাঁড়ি থানায় চুরির ঘটনা জানিয়ে খবর দেওয়া হয় পুলিশকে । পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে আশপাশ এলাকায় কথাবার্তা বলে জানার চেষ্টা করে এই চুরির ঘটনার সাথে কোন সন্দেহভাজন জড়িত রয়েছে কিনা ? তার কারণ প্রতিদিন বিদ্যালয়ের পাশে রাতের আঁধারে বিভিন্ন নেশা কারবারীদের আড্ডা খানায় পরিণত হয়েছে বিদ্যালয়ের ময়দান। এলাকাবাসীরা দাবি তুলে অতি সত্বর যেন চুরির ঘটনায় যারা জড়িত তাদের মুখোশ যেন খুলে দেয় পুলিশ তা পুলিশের কাছে আবেদন রাখেন শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে অভিভাবক মহল ।
27
previous post
উদয়পুর বাজারে আসতে শুরু হয়েছে শীতকালীন সব্জি
next post