প্রতিনিধি , উদয়পুর :- ২০২৪ সালের ২১ শে আগষ্ট এক ভয়াবহ বন্যার কারণে ক্ষতির সম্মুখীন হয়েছে কৃষকরা । বিভিন্ন সব্জির জমি নদী গর্ভে তলিয়ে যায়। অন্যদিকে কোথাও আবার সব্জি প্রবন গ্রামগুলি বুক সমান নদীর চরে পরিণত হয়েছে । এর ফলে বন্যার ভয়াবহতা কেটে যাওয়ার পর ধীরে ধীরে স্বাভাবিক পরিস্থিতিতে কৃষকরা ফিরে আসার জন্য শুরু হয় আবার নতুন সংগ্রাম। দেখতে দেখতে কেটে গিয়েছে তিন মাস । ধীরে ধীরে কৃষকরা জমিতে পুনরায় চাষবাস শুরু করে। মাঠে ফলাতে শুরু হয় বিভিন্ন সব্জি। যেভাবে উদয়পুর মহকুমায় সব্জির দাম আকাশ ছোঁয়া হতে শুরু করেছিল কিন্তু নভেম্বর মাসের প্রথম সপ্তাহের দিকে ধীরে ধীরে সব্জির দাম নীচের দিকে নামতে শুরু করে । বাজারে আসতে শুরু করেছে ফুলকপি থেকে শুরু করে বাঁধাকপি ,মুলা সহ একাধিক নানা সব্জি। বর্তমানে সাধ্যের মধ্যেই ক্রেতারা পুনরায় তাদের পছন্দের শীতকালীন সব্জি বাজার থেকে ক্রয় করে বাড়ি নিয়ে যেতে পারছেন। এই নিয়ে এক সব্জি বিক্রেতা জানান , আরো যত সামনের দিকে এগিয়ে আসবে শীতের মৌরসুম তত দাম আরো কমতে থাকবে বলে তিনি জানিয়েছেন সংবাদ মাধ্যমকে। শীতকালীন সব্জি প্রচুর পরিমাণে উদয়পুর বাজারে আসার কারণে স্বস্তি পেয়েছে ক্রেতারা। এমনটি মনে করছে কৃষক মহল ।
54