76
- ড্রাগস বিরোধী অভিযান এবার বড়সড় সাফল্য পেল করিমগঞ্জের বদরপুর পুলিশ।রবিবারের এক অভিযানে তাদের হাতে ধরা পড়ল করিমগঞ্জ জেলার এরালিগুলের চার কুখ্যাত ড্রাগস পাচারকারী।জানা গেছে পুলিশের কাছে খবর ছিল যে একটি সুইফট গাড়ীতে করে বৃহৎ পরিমানের হেরোইন পাচার করা হবে।সেই সুত্ৰে ধরে আজ বিকালে অভিযানে নেমে বদরপুর পুলিশ সাফল্য লাভ করে।নির্দিষ্ট তথ্য ভিত্তিতে বদরপুর ভিভিসিএল সংলগ্ন এলাকায় সুইফট গাড়িতে তাল্লাশি চালিয়ে 548.82 গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।সাথে গ্রেফতার করা হয় পাথারকান্দি থানা এলাকার এরালিগুল গ্রামের আব্দুল বাসিত সহ নঈম উদ্দিন তাজ উদ্দিন এবং ফয়জুল হককে।পুলিশ ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে।বাজেয়াপ্ত ড্রাগসের কালোবাজারী মুল্য প্রায় আট কোটি টাকার মত হবে বলে খবর পাওয়া গেছে।ধৃতদের সোমবার আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ জানিয়েছে।