প্রতিনিধি মোহনপুর:-উদ্বোধন হলো বামুটিয়া কৃষি মহকুমা ও কৃষি তত্ত্বাবধায়কের কার্যালয়ের। বামুটিয়ার দুর্গা বাড়িতে অস্থায়ীভাবে শুরু হলো এই দপ্তরের কাজ। বিধায়ক কৃষ্ণধন দাস আনুষ্ঠানিকভাবে দপ্তরের উদ্বোধন করেন। বিধায়ক জানান এই এলাকার কৃষকদের জন্য এই প্রতিষ্ঠান সরকার অত্যন্ত আন্তরিকতার সঙ্গে করার উদ্যোগ নিয়েছিল। যার বাস্তবায়ন হয়েছে এদিন।
বাবুটিয়া বিধানসভা এলাকায় একটা বড় অংশের মানুষ জীবিকা নির্বাহের জন্য কৃষিকাজের সাথে সরাসরি জড়িত। দীর্ঘ বছর যাবত মোহনপুর কৃষি মহাকুমার সাথেই যুক্ত ছিল বামুটিয়া এলাকা। এলাকার বৃহত অংশের কৃষকদের দাবি ছিল বামুটিয়া ব্লককে কেন্দ্র করে একটি পৃথক এগ্রি সাব ডিভিশন করা হোক। মূলত ২০১৮ সালে নতুন সরকার গঠিত হওয়ার পর এই নিয়ে বর্তমান বিধায়ক কৃষ্ণধন দাস তৎপরতা শুরু করেন। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক শ্রীদাস বলেন রাজ্য সরকারের কৃষি মন্ত্রী প্রণোজিৎ সিংহ রায়ের কাছে বিধায়ক আবদার করেছিলেন এলাকার কৃষকদের উন্নয়নে আর কি করা যায়। এই আবদারের মন্ত্রী সাড়া দিয়ে এলাকার কৃষকদের জন্য পৃথক বামুটিয়া এগ্রি সাব ডিভিশন ঘোষণা করে দিয়েছেন বলে জানান বিধায়ক। এই প্রতিষ্ঠান এলাকায় করতে পেরে এলাকার কৃষক এবং অন্নদাতা তাদের মুখে ন্যূনতম হাসি ফুটাতে পারলেও তিনি সন্তুষ্ট হবেন বলে আশা ব্যক্ত করেন। এদিন ফিতা কেটে দপ্তরের উদ্বোধন করলেন বিধায়ক। উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকার কৃষকদের মধ্যে বিভিন্ন কৃষি সামগ্রী বিতরণ করা হয়েছে এইদিন। বামুটিয়া এগ্রি সাব ডিভিশনের প্রথম এগ্রি সুপারেনটেন হিসেবে দায়িত্ব নিয়েছেন রাজু রবিদাস। উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অন্তরা দেব সরকার, কৃষি অধিকর্তা শরদিন্দু দাস এবং অন্যান্যরা।
বামুটিয়ায় পথ চলা শুরু কৃষি মহকুমা ও কৃষি তত্ত্বাবধায়কের কার্যালয়ের
105
previous post