প্রতিনিধি, বিশালগড়, ১৩ জানুয়ারি।।
১০ জন বাংলাদেশি যুবককে আটক করে বিশ্রামগঞ্জ থানার পুলিশ। ঘটনাটি ঘটে শুক্রবার দুপুরে । জানা যায়, বাসে চেপে আগরতলা যাচ্ছিল একদল বাংলাদেশী। বিশ্রামগঞ্জ এলাকায় গাড়ির কন্ডাকটারের সঙ্গে ভাড়া নিয়ে বিবাদে জড়িয়ে পড়ে অবৈধ অনুপ্রবেশকারীরা। খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে যায় বিশ্রামগঞ্জ থানার পুলিশ । আচরণ এবং কথাবার্তায় সন্দেহ থাকায় তাদের আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। তারা পুলিশের কাছে স্বীকার করেছে যে তারা বাংলাদেশী। তাদের বাড়ি বাংলাদেশের খাগড়াছড়িতে। শুক্রবার সকালে ডম্বুর এলাকা দিয়ে সীমান্ত ডিঙিয়ে এপারে এসেছে তারা। বিশ্রামগঞ্জ থানার পুলিশ জানান ধৃত যুবকদের বিরুদ্ধে ইন্ডিয়ান পাসপোর্ট আইনে মামলা রুজু করা হয়েছে। বিশ্রামগঞ্জ প্রাথমিক হাসপাতালে মেডিক্যাল চেকআপ করার পর বিশালগড় মহকুমা আদালতের সোপর্দ করা হয়
বিশ্রামগঞ্জ থানায় আটক দশ বিদেশি
112