Home » জলের অভাবে ধ্বংসের পথে ফলের বাগান।

জলের অভাবে ধ্বংসের পথে ফলের বাগান।

by admin

প্রতিনিধি, গন্ডাছড়া ১৩ ডিসেম্বর:- জলের অভাবে ধ্বংসের পথে ফলের বাগান। ঘটনা ধলাই জেলার প্রত্যন্ত গন্ডাছড়া মহকুমার ঠাকুরছড়া। উক্ত ভিলেজের জনজাতি চাষী বিভূতি কুমার চাকমা জানান গত ২০১৪ সালে ফটিকালচারের সহায়তায় তিনি ২০ কানি জায়গার উপর এক হাজার মুসাম্বির চারা গাছ রোপন করেছিলেন। আর তিন বছর পর থেকে ফল দিতে শুরু করে। চাষী বিভূতি কুমার চাকমা আরো জানান বাগান থেকে বছরে ৩০ হইতে ৪০ হাজার টাকার ফল বিক্রি করতে পারছেন। তিনি আক্ষেপের সুরে বলেন অনেক আশা নিয়ে বাগানটি করেছিলেন কিন্তু ফল ভাল হয়নি। ভাল ফল হলে বছরে কমপক্ষে পাঁচ হইতে ছয় লক্ষ টাকার ফল বিক্রি করা যেত। আশানুরুপ ফল না হওয়ার কারনে তিনি এক প্রকার হতাশ হয়ে পড়েন। বর্তমানে মুসাম্বির গাছের ফাঁকে ফাঁকে তিনি আম, কলা, নারিকেল, সুপারি, লিচু, পেঁপে প্রভৃতি ফলের চারা লাগিয়েছেন। মুসাম্বির বাগানটি বর্তমানে মিশ্র ফল বাগানের রূপ নিয়েছে। তিনি আরো জানান বিশাল বড় বাগানটি পরিচর্যার জন্য প্রতিনিয়ত ৩ থেকে ৪ জন শ্রমিক কাজ করছেন। শ্রমিকের পেছনে বছরে মোটা অংকের টাকা খরচ হয়ে যায়। এছাড়াও চাষী জানান জলের অভাবে বিশেষ করে শুকা মৌসুমে ফল গাছের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এর থেকে পরিত্রাণের জন্য একটি মিনি ডিপ টিউবয়েলের আশায় তিনি বিভিন্ন দপ্তরে দপ্তরে ছুটে যান কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। বর্তমানে জলের অভাবে ফল গাছের ব্যাপক ক্ষতি হচ্ছে। এমতাবস্থায় তার স্বপ্নের বাগানকে রক্ষা করতে তিনি সরকার বাহাদুরের কাছে একটি মিনি ডিপ টিউবওয়েলের দাবি জানান।

You may also like

Leave a Comment