Home » আম্পিয়ার, স্কোড়ারদের নিয়ে সোমবার গন্ডাছড়া ক্রিকেট এসোর কর্মকর্তাদের এক বৈঠক অনুষ্ঠিত হয়।

আম্পিয়ার, স্কোড়ারদের নিয়ে সোমবার গন্ডাছড়া ক্রিকেট এসোর কর্মকর্তাদের এক বৈঠক অনুষ্ঠিত হয়।

by admin

প্রতিনিধি,গন্ডাছড়া ১৩ ডিসেম্বর:- আম্পিয়ার, স্কোড়ারদের নিয়ে সোমবার গন্ডাছড়া ক্রিকেট এসোর কর্মকর্তাদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন সন্ধ্যারাতে ত্রিশ কার্ড ক্রিকেট এসোসিয়েশনের অফিস গৃহে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন গন্ডাছড়া ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি প্রীতি কুমার চাকমা, সম্পাদক তপন চৌধুরী, কোষাধ্যক্ষ দিপ দাস সহ এসোসিয়েশনের অন্যান্য কর্মকর্তারা। এদিন মূলত গন্ডাছড়া ক্রিকেট এসোসিয়েশন পরিচালিত আসন্ন বিভিন্ন টুর্নামেন্ট পরিচালনা নিয়ে আলোচনা করা হয়। বৈঠক শেষে এসোসিয়েশনের কোষাধ্যক্ষ দিপ দাস জানান এই বছর আন্ডার থার্টিন, ফিফটিন, সিক্সটিন এবং সিনিয়র ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। প্রথমে সিনিয়র ক্রিকেট টুর্নামেন্ট দিয়ে এবারের মৌসুমের সূচনা হবে। তিনি জানান ইতিমধ্যেই মাঠে পিচ তৈরি করার কাজ চলছে। আগামী ২০ ডিসেম্বরের মধ্যে টুর্নামেন্ট শুরু করার লক্ষ্যমাত্রা হাতে নিয়ে কাজ করা হচ্ছে বলে কোষাদক্ষ দিপ দাস জানান।

You may also like

Leave a Comment