Home » উদয়পুর খিলপাড়া গাঁজার করিডোর , রেলস্টেশনে গ্রেপ্তার ১

উদয়পুর খিলপাড়া গাঁজার করিডোর , রেলস্টেশনে গ্রেপ্তার ১

by admin

প্রতিনিধি, উদয়পুর :- রাজ্য থেকে গাঁজা পাচার করার এক সহজ পদ্ধতি অবলম্বন করছে পাচারকারীরা। রেলে করে এক রাজ্য থেকে অন্য রাজ্যে গাঁজা প্রচার করার জন্য ব্যবহার করা হচ্ছে দূরপাল্লার এক্সপ্রেস রেল গুলিকে । রবিবার সকালে পশ্চিমবঙ্গ গামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে যাত্রী হিসেবে উঠতে গিয়ে রেল দপ্তরের পুলিশের কাছে ধরা পড়লো এক অটোচালক । ধৃত অটো চালকের নাম রাজীব কুমার দে । তার বয়স ৪২ বছর। তার বাড়ি মাতার বাড়ি বিধানসভা কেন্দ্রের চন্দ্রপুর এলাকায় । ঘটনার বিবরণে জানা গিয়েছে , এদিন সকালে অটো চালক রাজীব খিলপাড়া এলাকার এক ব্যক্তির কাছ থেকে কালো রংয়ের স্কুল বেগে প্রায় এগারো কেজি গাঁজা প্যাকেট করে মুড়িয়ে নেয়। পরে নিজের যাত্রীবাহী অটো গাড়ি নিজের ভাইয়ের কাছে দিয়ে পশ্চিম দিকে রেল রাস্তা ধরে স্টেশনের ভেতরে প্রবেশ করে। তখন রেলের জিআরপি পুলিশের চোখে পড়ে কালো রঙের স্কুল ব্যাগ । সন্দেহ দানা বাঁধতেই তাকে ঘিরে ফেলে জিআরপি পুলিশ । পরে তাকে গ্রেফতার করে নিয়ে যায় রেল স্টেশনের ভেতরে। খবর দেওয়া হয় রাধাকিশোরপুর থানায় । পুলিশ ঘটনার খবর পেয়ে দ্রুত উদয়পুর রেল স্টেশনে পৌঁছায় এবং তাকে জিজ্ঞাসাবাদ চালায়। পরে পুলিশ ওজন মাপার যন্ত্র দিয়ে শুকনো গাঁজা গুলি মেপে দেখে ১১ কেজি ওজন হয়েছে গাঁজাগুলির । জানা যায় , অটোচালক রাজীবের বাবা প্রাক্তন পুলিশ কর্মী ছিল । পরে ঘটনার খবর পেয়ে ছুটে যায় মহকুমা পুলিশ অধিকারীক নির্মাণ দাস। পুলিশ তার কাছ থেকে জানার চেষ্টা করে এই গাঁজাগুলি খিলপাড়া এলাকার কোথা থেকে প্যাকেট বন্দি করা হয়েছে এবং কলকাতায় কার কাছে বিক্রি করা হবে। বর্তমানে তাকে গ্রেফতার করে রাধাকিশোরপুর থানায় নিয়ে আসে পুলিশ। সোমবার দুপুরে তাকে উদয়পুর জেলা আদালতের সোপর্দ করা হবে । উদয়পুর রেল স্টেশনে নেশার রমরমা বাণিজ্য প্রতিদিন চলছে বলে জানা যায় স্টেশনের বিভিন্ন সূত্র মারফত। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় মাতাবাড়ি এলাকায় ।

You may also like

Leave a Comment