Home » নিজের চেতনা বৃদ্ধি করার জন্য স্বামীজীর পুস্তক পড়া খুবই প্রয়োজন : বললেন অর্থমন্ত্রী

নিজের চেতনা বৃদ্ধি করার জন্য স্বামীজীর পুস্তক পড়া খুবই প্রয়োজন : বললেন অর্থমন্ত্রী

by admin

প্রতিনিধি, উদয়পুর :- সারা দেশের সঙ্গে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয় স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী। রবিবার উদয়পুর রাজর্ষি কলাক্ষেত্রে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে উদয়পুর পৌর পরিষদের সহযোগিতায় জাতীয় যুব দিবস এবং স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলন ও স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শুভ সূচনা করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায়, আগরতলা বিবেকনগর রামকৃষ্ণ মঠের স্বামী দিব্যানন্দজী মহারাজ, উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, গোমতী জিলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায় সহ আরো অনেকে।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন , স্বামী বিবেকানন্দ পাশ্চাত্য সংস্কৃতি ও ধ্যানধারণা পরিহার করে স্বদেশীয় ভাবধারায় উদ্বুদ্ধ হবার জন্য দেশবাসীর কাছে আবেদন জানিয়েছিলেন। স্বামীজী বলেছেন, দেশের জনগণের উন্নয়ন না হলে দেশের সার্বিক উন্নয়ন হবে না। তাই সর্বাতে চাই দেশের সেবা। যুব সম্প্রদায়কে দেশের সেবায় অগ্রণী ভূমিকা নিয়ে কাজ করতে হবে। ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে স্বামী বিবেকানন্দের মন্ত্রে দীক্ষিত হয়ে দেশ তথা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। আজ যারা যুবক অর্থাৎ ছাত্র-ছাত্রী তাদেরকে বিশেষভাবে স্বামী বিবেকানন্দের মতাদর্শে দীক্ষিত হয়ে কাজ করার উপদেশ দেন।
এছাড়াও আগরতলা বিবেক নগর রামকৃষ্ণ মঠের স্বামী দিব্যানন্দজী মহারাজ বলেন স্বামী বিবেকানন্দের জীবনী নিয়ে দীর্ঘ আলোচনা রাখেন এবং তা থেকে ছাত্র-ছাত্রীদের শিক্ষামূলক জিনিসগুলি তুলে ধরেন। কেন তদানীন্তন ব্রাহ্মণ সমাজে রামকৃষ্ণ পরমহংসদেবের মত গুরুদেব এমন একজনকে প্রধান শীষ্য হিসেবে বেছে নিয়েছিলেন যে ব্রাহ্মণ্য নয়। স্বামী বিবেকানন্দ কিভাবে সারা পৃথিবীতে হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করে ভারতবর্ষের মুখ জ্বলজ্বল করে ফুটিয়ে তুলেছিলেন তা স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা কয়েকটি ছোট ছোট অংশ ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে তুলে ধরেন। এই অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীদের উপস্থিত ছিল বেশ লক্ষণীয় ।

You may also like

Leave a Comment