প্রতিনিধি কৈলাসহর:-গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে কৈলাসহর গৌরনগর ব্লকের অধীন খাওরাবিল পঞ্চায়েতের অরবিন্দ নগর কলোনি থেকে আছারুন বিবি (৫৫) নামের এক মহিলাকে আটক করেছে ইরানি থানার পুলিশ।অভিযানে প্রায় ২.৫ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়।যার আনুমানিক কালোবাজারী মূল্য লক্ষাধিক টাকা হতে পারে বলে জানা গেছে।অভিযানের নেতৃত্বে পুলিশ কর্মকর্তারা গোপন খবর পাওয়ার পর ডিএসপি উৎপলেন্দু নাথ এবং এসআই আবু হাওয়ালের নেতৃত্বে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী ওই এলাকায় অভিযান চালায়।সফল অভিযানের ফলস্বরূপ আছারুন বিবিকে আটক করা হয় এবং তাকে ইরানি থানায় এনে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে।রাজ্যের মুখ্যমন্ত্রী যখন ত্রিপুরাকে নেশামুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন সেখানে এ ধরনের অপরাধ একপ্রকার সেই প্রচেষ্টাকে চ্যালেঞ্জ জানাচ্ছে কিছু নেশা কারবারীরা।দীর্ঘ দিন ধরে এই মহিলা ব্রাউন সুগার সহ বিভিন্ন নেশাদ্রব্য বিক্রি করে যুব সমাজকে নেশার দিকে ঠেলে দিচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে।
আছারুন বিবির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে পুলিশ। তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে নেশা কারবারীদের একটি বড় নেটওয়ার্কের সন্ধান পেয়েছে পুলিশ।
ব্রাউন সুগার সহ মহিলা আটক
43