প্রতিনিধি, গন্ডাছড়া :- আমরা সবাই জানি আলোকচিত্রী শ্রীমন্ত রায় তথা গন্ডাছড়া সরকারি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষের তোলা একটি ছবি সম্প্রতি ‘কুইর নেচার ফটোগ্রাফি অ্যাওয়ার্ড ২০২৪’-এ প্রথম ১০ জনের মধ্যে স্থান পেয়েছিল। এই বিষয়ে অধ্যক্ষ মহাশয়ের সঙ্গে কথা বলে জানতে পারা যায় যে পরবর্তীতে এই ছবিটি অষ্টম স্থান অধিকার করেছিল। কিন্তু মঙ্গলবার এক অভূতপূর্ব অনুভূতি ও ঘটনার সাক্ষী আমরা সাংবাদিকরা হয়ে রইলামI অধ্যক্ষ মহাশয় হঠাৎ আমাদের ফোন করে উনার কলেজে আসার আমন্ত্রণ জানান। আমরা আসার পর উনি আমাদের হাতে উক্ত ছবিটির একটি করে বাঁধানো কপি ও মিষ্টান্ন আমাদের হাতে তুলে দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করেন I এই ঘটনায় আমরা প্রত্যেকেই অভিভূত হয়েছি I উনাকে জিজ্ঞাসা করা হলে উনি বলেন যে “আপনারা সাংবাদিকরা সারা দিনরাত নানা পরিস্থিতির সম্মুখীন হয়ে সংবাদ পরিবেশন করেন I সুতরাং এই স্বীকৃতিটুকু আপনাদের প্রাপ্য I এই সম্বর্ধনা দিতে পেরে আমি নিজেকে কৃতার্থ মনে করছি। বিশ্বের দরবারে আমার এই সাফল্য আমার একার নয়, এ প্রাপ্তি আমাদের মহাবিদ্যালয়, দপ্তর, সম্পূর্ণ গন্ডাছড়া তথা গন্ডাতুইসা সাব ডিভিশন, রাজ্য ও দেশের সবার প্রাপ্তি; এবং আপনাদের মাধ্যমে সেই বার্তা রাজ্য তথা দেশের বিভিন্ন স্থানে পৌঁছে গেছে I তাই আমার এই আনন্দটুকু আপনাদের সবার সাথে ভাগ করে নিলাম।” উনার সাথে আরো কথা বলে জানতে পারি যে গন্ডাছড়ার সবার প্রাপ্তি মনে করে, উনি গতকাল এখানকার মাননীয় এস.ডি.এম মহাশয়ের হাতে এমনই একটি ছবি প্রতীকি হিসাবে দিয়ে এসেছেন I শ্রীমন্ত বাবুর কাছ থেকে জানতে পারা যায় যে উনার এই সাফল্যে মাননীয় এস.ডি.এম মহাশয়ও খুব খুশি ও গর্বিত I শুধু তাই নয় শ্রীমন্ত বাবু জানান মাননীয় এস.ডি.এম স্যার উনাকে নানান ভাবে অনুপ্রেরণা দিয়েছেন যা উনাকে আরো স্বপ্ন দেখাবে I একটি ক্ষুদ্র ও ব্যক্তিগত প্রাপ্তিকে সার্বিক রূপ দেওয়ার ওনার এই প্রচেষ্টায় আমরা সাংবাদিকরা সত্যিই অনুপ্রাণিত।
42
previous post