Home » খোয়াই জেলাতে ও গ্রাম চলো অভিযানে ব্যাপক সাড়া।

খোয়াই জেলাতে ও গ্রাম চলো অভিযানে ব্যাপক সাড়া।

by admin

প্রতিনিধি। তেলিয়ামুড়া।১২ই ফেব্রুয়ারী।সারা রাজ্যের সাথে খোয়াই জেলাতেও ভারতীয় জনতা পার্টির গ্রাম চলো কর্মসূচি সাংগঠনিকদিক দিয়ে ব্যাপক প্রভাব বিস্তার করেছে। নির্বাচন আসন্ন অথচ পুরো জেলা জুড়ে বিরোধী সিপিএম কংগ্রেসের কোথাও দেখা নেই। একাই পুরো মাঠ দাপিয়ে বেড়াচ্ছে শাসক বিজেপি দল। গ্রাম চলো অভিযানকে কেন্দ্র করে জেলার ৩০৭ টি বুথেই তিনশো সাত জন কার্যকর্তা দায়িত্ব নিয়ে কর্মীদের সাথে নিয়ে বিজেপির সাংগঠনিক তৎপরতা অব্যাহত রেখেছে। এই কর্মসূচিরই অঙ্গ হিসেবে আজ তেলিয়ামুড়া মন্ডলের তুইচিনদ্রাই বাড়িতে ৩১ নম্বর বুথে রতন দাসের বাসভবনে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। আজ সন্ধ্যায় যোগদান সভায় ১০ পরিবারের ৩৩ জন ভোটার অন্যান্য দল ত্যাগ করে বিজেপি দলে যোগ দেয়. নবাগতদের বিজেপি দলের পতাকা তুলে দেন বিজেপির খোয়াই জেলার সাধারণ সম্পাদক তথা গ্রাম চলো অভিযানের খোয়াইজেলা ইনচার্জ জয়ন্ত কুমার সাহা. শ্রী সাহা 31 নম্বর বুথের গ্রাম চলো অভিযানে প্রবাস করেন এবং গত দুইদিন বিভিন্ন সাংগঠনিক কাজকর্মে অংশ নেন। এখানে প্রসঙ্গত উল্লেখ্য আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি সারা ত্রিপুরা রাজ্যেই বুথে বুথে গ্রাম চলো কর্মসূচি চলছে। খোয়াই জেলাতে ও ছয়টি মন্ডলের তিনশো সাতটি বুথেই এই কর্মসূচি সফলভাবে পরিচালিত হয়েছে। জেলার প্রত্যেকটি বুথেই একেক জন কার্যকর্তা বুথের কর্মীদের সাথে নিয়ে স্বচ্ছ ভারত অভিযান, প্রবীণ এবং নবীন বিজেপি কর্মীদের সাথে মত বিনিময়, সহ রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্মের সম্পর্কে সাধারণ মানুষদের অবৈধ যেমন করা হয় তেমনি এলাকার মানুষের কার কি সমস্যা রয়েছে সে বিষয়েও অবগত হয়। কর্মসূচি গুলিতে খোয়াই জেলার সকল বিধায়ক সহদলের নেতৃবৃন্দরা অংশ নেয়।

You may also like

Leave a Comment