Home রাজনীতি দুর্গা বাড়িতে চায় পে চর্চা এবং শক্তি বন্দন সভা অনুষ্ঠিত হয়

দুর্গা বাড়িতে চায় পে চর্চা এবং শক্তি বন্দন সভা অনুষ্ঠিত হয়

by admin
0 comment 100 views

প্রতিনিধি মোহনপুর:-বাবুটিয়া বিধানসভার দুর্গাবাড়ি স্কুল মাঠে শক্তি বন্দন এবং চায় পে চর্চা কর্মসূচিকে সামনে রেখে বিজেপি বামুটিয়া মন্ডল কমিটির উদ্যোগে টিআরএলএমের মাধ্যমে স্ব-সহায়ক দল গুলোর সাথে একমত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার বিকেলে অনুষ্ঠিত এই সভাতে সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা এবং প্রকল্পকে কেন্দ্র করে আলোচনা করা হয়। এছাড়াও যে সমস্ত সহায়ক দলগুলো সরকারিভাবে বিভিন্ন সুযোগ-সুবিধা হাসিল করেছে সেগুলোকে কেন্দ্র করেও আলোচনা করা হয়েছে। বিশেষ করে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর মহিলা এবং স্বসহায়ক দলগুলোর যেভাবে উন্নতি হয়েছে তাকে কেন্দ্র করে আলোচনা করলেন বামুটিয়া কেন্দ্রের প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস। সভাতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাবুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শিলা দাস সেন, বিজেপির রাজ্য সম্পাদক প্রথম ঘোষ এবং অন্যান্যরা।

Related Post

Leave a Comment