Home ভারত গলায় উত্তরীয় পড়ে বিয়ে বাড়িতে চুরি করতে এসে মহিলাদের হাতে আটক চোর, উত্তর মাধ্যম দিয়ে তুলে দেয় পুলিশের হাতে

গলায় উত্তরীয় পড়ে বিয়ে বাড়িতে চুরি করতে এসে মহিলাদের হাতে আটক চোর, উত্তর মাধ্যম দিয়ে তুলে দেয় পুলিশের হাতে

by admin
0 comment 128 views

বিশালগড় প্রতিনিধি:-

গলায় উত্তরীয় পড়ে বিশালগড় আমবাগান এলাকায় বিয়ে বাড়িতে চুরি করতে এসে আটক চোর, বাড়ির মহিলারা চোরকে আটক করে গনধোলাই দিয়ে তুলে দিলো বিশালগড় থানা পুলিশের হাতে। জানাযায় শনিবার বিশালগড় আমবাগান এলাকার মৃত রায় মোহন সাহার বাড়িতে চলছে বিয়ের পানখিলী অনুষ্ঠান। ঠিক তখন যখন বাড়ির মহিলারা বিয়ে বাড়ির পানখীলি অনুষ্ঠানে মেতে ওঠেন তখনই গলায় উত্তরীয় পড়ে বাবুয়ানা সেজে বিয়ে বাড়িতে ঘরে যখন চুরি করতেছিল ঠিক তখনই মহিলারা তাকে ধরে তাকে জিজ্ঞেস করার সঙ্গে সে প্রথমে পরিচয় দেয় বিয়ে বাড়িতে ব্যান্ড পার্টির সাথে এসেছেন। মহিলারা যখন ব্যান্ড পার্টির লোকেদের জিজ্ঞেস করে তখন ওনারা জানান তাকে আমরা চিনি না। কথা বলার সাথে সাথেই চোর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে মহিলারা তাকে WWW চ্যাম্পিয়নশিপ খেলার মত চোরকে ধরে এবং গণধোলাই দেয়। খবর দেয়া হয় বিশালগড় থানায় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে গলায় উত্তরীয় পড়ে বিয়ে বাড়িতে চুরি করতে এসে মহিলাদের হাতে গণ ধোলাই খাওয়া চোরকে উদ্ধার করে বিশালগড় থানায় নিয়ে আসেন। জানাযায় অভিযুক্ত চোরের বাড়ি মেলাঘর নলছড় এলাকায়।

Related Post

Leave a Comment