প্রতিনিধি, উদয়পুর :-
আসন্ন বিধানসভা নির্বাচনে জনকল্যাণমুখী রাষ্ট্রবাদী সরকারকে পুনরায় ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠিত করার আহবানে এক সুবিশাল সুসজ্জিত অটো রিক্সারেলি বের হয় গোমতী জেলা ভারতীয় মজদুর সংঘের উদ্যোগে রবিবার দুপুর বারোটায় উদয়পুর রমেশ ময়দান থেকে । রেলিকে কেন্দ্র করে সকাল থেকেই রমেশ ময়দানে গোমতী জেলার চারটি বিধানসভা কেন্দ্র তথা ৩১ রাধাকিশোরপুর,৩২ মাতাবাড়ি ,৩৩শালগড়া কাঁকড়াবন ও ৩০ বাগমা বিধানসভা কেন্দ্র থেকে অটো রিক্সা এসে জমায়েত হয় । পরে রমেশ চৌহমুনী হয়ে অটো রিক্সার মিছিলটি চারটি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন পথ পরিক্রমা করে বিজেপি প্রার্থীদের সমর্থনে । এদিনের মিছিলে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তর ভারতীয় মজদুর সংঘের গোমতী জেলা সভাপতি গৌতম দাস বলেন , দ্বিতীয়বারের জন্য রাষ্ট্রবাদী সরকারকে এই রাজ্যে প্রতিষ্ঠা করা ও গত পাঁচ বছরে রাষ্ট্রবাদী সরকারের উন্নয়নের যে কাজ কর্মের সুফল রাজ্যের মানুষ পেয়েছে তা দ্বিতীয়বার যেন এই রাজ্যের মানুষ আবারও সেই উন্নয়নের সুফল পেতে পারে তার জন্য ভারতীয় মজদুর সংঘের অটো রিক্সা শ্রমিকরা এই মিছিলটি সংগঠিত করেছে আজকের এই দিনে । মিছিলটি শহর ও গ্রামকে একই কেন্দ্রবিন্দুতে এনে এক অভিনব প্রচার চালিয়েছে চারটি বিধানসভা কেন্দ্রে । এদিনের মিছিলে প্রায় ১৮০০ অটো রিক্সা অংশগ্রহণ করে । রেলিকে কেন্দ্র করে চারটি বিধানসভা কেন্দ্রের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে ।