98
উদয়পুর প্রতিনিধি
জেল হেফাজতে থাকা এক অভিযুক্ত পালিয়ে যায় পুলিশের চোখে ধুলো দিয়ে । ঘটনা উদয়পুরে । জানা যায় , ডিসেম্বর মাসের ৯ তারিখ চুরির ঘটনার অপরাধে উদয়পুর রবীন্দ্রপল্লী এলাকার বাসিন্দা রাহুল বণিক নামে ২৪ বছর বয়সী এক যুবককে রাধা কিশোরপুর থানার পুলিশ আটক করে । পুলিশ সূত্রের খবর, চুরির ঘটনার অপরাধে আটককৃত রাহুল বণিক কে উদয়পুর ত্রিপুরা সুন্দরী হাসপাতালে পুলিশ ভ্যানে করে নিয়ে যাওয়া হয় মেডিকেল করানোর জন্য । তখন হঠাৎ রাহুল গাড়ি থেকে ঝাঁপ দিয়ে মুহূর্তের মধ্যে চম্পট দেয় । জানা গিয়েছে এখনো পর্যন্ত পুলিশ তাকে খুঁজে পায়নি । আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা উদয়পুরে । গোটা বিষয় নিয়ে পুলিশ মুখ খুলতে নারাজ ।