Home » জেল হেফাজতে থাকা এক অভিযুক্ত পালিয়ে যায় পুলিশের চোখে ধুলো দিয়ে

জেল হেফাজতে থাকা এক অভিযুক্ত পালিয়ে যায় পুলিশের চোখে ধুলো দিয়ে

by admin

উদয়পুর প্রতিনিধি

জেল হেফাজতে থাকা এক অভিযুক্ত পালিয়ে যায় পুলিশের চোখে ধুলো দিয়ে । ঘটনা উদয়পুরে । জানা যায় , ডিসেম্বর মাসের ৯ তারিখ চুরির ঘটনার অপরাধে উদয়পুর রবীন্দ্রপল্লী এলাকার বাসিন্দা রাহুল বণিক নামে ২৪ বছর বয়সী এক যুবককে রাধা কিশোরপুর থানার পুলিশ আটক করে । পুলিশ সূত্রের খবর, চুরির ঘটনার অপরাধে আটককৃত রাহুল বণিক কে উদয়পুর ত্রিপুরা সুন্দরী হাসপাতালে পুলিশ ভ্যানে করে নিয়ে যাওয়া হয় মেডিকেল করানোর জন্য । তখন হঠাৎ রাহুল গাড়ি থেকে ঝাঁপ দিয়ে মুহূর্তের মধ্যে চম্পট দেয় । জানা গিয়েছে এখনো পর্যন্ত পুলিশ তাকে খুঁজে পায়নি । আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা উদয়পুরে । গোটা বিষয় নিয়ে পুলিশ মুখ খুলতে নারাজ ।

You may also like

Leave a Comment