কল্যাণপুর প্রতিনিধি:
কল্যাণপুর থানাধীন পশ্চিম কুঞ্জবন এলাকার জনজাতি নাবালিকার গণধর্ষণের রেশ শেষ না হতেই আবারো ধর্ষন এর ঘটনা কল্যাণপুর থানা এলাকায়। আবারো এক জনজাতি যুবতি ধর্ষণের ঘটনা সামনে এলো। যদিও পুলিশি তৎপরতায় গ্রেপ্তার হল অভিযুক্ত যুবক। ঘটনায় জনমনে বেশ চাঞ্চল্য তৈরি হয়।
পুলিশ সূত্রে জানা যায় কল্যাণপুর থানাধীন রামকৃষ্ণপুর এলাকার এক যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠে যুবক প্রাণেশ দেববর্মা নামে ৩৬ বছর বয়সের এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্তের বাবার নাম রবিচরণ দেববর্মা বলে জানা গেছে। তাকে পুলিশ গ্রেপ্তার করে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার অভিযুক্ত যুবককে খোয়াই আদালতে প্রেরণ করবে পুলিশ। যুবতী অনেকটা মানসিক বিকার গ্রস্ত বলেও জানা যায়। কল্যাণপুর থানার পুলিশ একটি মামলা গ্রহণ করে। যার মামলা নম্বর 49/2022। ভারতীয় দণ্ডবিধির 457/376(2)(j)(l)/325 ধারায় পুলিশ মামলা রুজু করে। যথারীতি কল্যাণপুর থানার পুলিশ মাঠে নেমে বা নির্দিষ্ট অভিযোগ পেয়ে যুবককে গ্রেপ্তার করে। এদিকে ইতিমধ্যে দুই জনের মেডিকেল টেস্টও করা হয় বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল অর্থাৎ রবিবার রাতে কোন এক সময় যুবতীর ঘরে ঢুকে ধর্ষণ করে প্রাণেশ। গোটা ঘটনার তদন্তে নেমেছে কল্যানপুর থানার পুলিশ।
কল্যাণপুরে আবারো ধর্ষণ, ধর্ষনের ঘটনায় গ্রেপ্তার এক যুবক
117