Home » মুক্তি বেগম স্থানীয়দের নিয়ে নির্মিত ছোটদের ফিল্ম কালাপাহাড়।

মুক্তি বেগম স্থানীয়দের নিয়ে নির্মিত ছোটদের ফিল্ম কালাপাহাড়।

by admin

ধর্মনগর প্রতিনিধি।
সোমবার অনারম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে মুক্তি পেল পথিক ড্রামা সোসাইটি ছোট দৈর্ঘ্যের ফিল্ম কালাপাহাড়। এই ছোট দৈর্ঘ্যের ফিল্মে বে হয়েছে প্রায় ২২ হাজার টাকা। পথিক আমার সোসাইটির সম্পাদক অভিজিৎ দে জানান সম্পূর্ণ ফিল্মটি স্থানীয় শিল্পীদের নিয়ে করা হয়েছে। একটি গোয়েন্দা কাহিনীর উপর নির্ভর করে সম্পূর্ণ ফিল্মটি গঠিত হয়েছে। এ ফিল্মের আবহসংগীত কালো পরি গানটির রচয়িতা এবং সুর সবই দিয়েছে স্থানীয় শিল্পীরা। ইতিমধ্যেই মুক্তি পাওয়ার সাথে সাথে সোশ্যাল মিডিয়াতে ফিল্মটি জনপ্রিয়তা পেতে শুরু করেছে। অভিজিৎ দে জানাই ভবিষ্যতে আরো কিছু ভালো উপহার দেওয়ার পরিকল্পনা তাদের রয়েছে।

You may also like

Leave a Comment