প্রতিনিধি , উদয়পুর :- ২০২৩ সালের বিধানসভার নির্বাচনী ভোট প্রচারে বের হয়ে বিভিন্ন সমস্যার কথা সামনে উঠে আসে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের কাছে । তেমনি উদয়পুর পৌর পরিষদের ২১ নং ওয়ার্ডের সোনামুড়া এলাকার করোনা বাজার থেকে ক্যানেল পর্যন্ত ইট সলিং রাস্তাটি মরণ ফাঁদে পরিণত হয়ে রয়েছে। এই বিষয়ে এলাকাবাসীরা মন্ত্রীর কাছে দাবী করেন এলাকার রাস্তাটিকে যেন পাকা করে দেওয়া হয়। সেই সাথে পার্শ্ববর্তী জল নিকাশি ব্যবস্থার ড্রেনটি কংক্রিটের করে দেওয়ার জন্য এলাকাবাসীরা দাবি তুলে। তখন অর্থমন্ত্রী এলাকা বাসীদের কে আশ্বস্ত করেন সরকার ক্ষমতায় ফিরে আসলে এই সকল সমস্যাগুলি মিটিয়ে দেওয়া হবে । সেইমতো পূর্ত দপ্তর রাস্তা এবং ড্রেনের কাজের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ ইতিমধ্যেই নিয়েছে । আজ মন্ত্রীর নির্দেশে স্থানীয় কাউন্সিলার মান্নান মিঞা সরকার সহ দলীয় নেতৃত্বরা প্রস্তাবিত রাস্তাটি পরিদর্শন করার এবং দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলে অতিসত্বর কাজ শুরু করার জন্য উদ্যোগ নিতে অনুরোধ করেন। যারা গিয়েছে আগামী কিছুদিনের মধ্যে এই এলাকার রাস্তাটি নতুন ভাবে তৈরি করা হবে । অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় যেভাবে মানুষের সমস্যা সমাধানে নিজ থেকে এগিয়ে এসে কথা রেখে চলেছেন তাতে করে আগামীদিনে এই রাধাকিশোরপুর বিধানসভা কেন্দ্রটি নতুন ভাবে আরো সাজিয়ে উঠবে বলে মনে করছে উদয়পুরের রাজনৈতিক মহল থেকে শুরু করে শুভবুদ্ধি সম্পন্ন জনগণ
176
next post