Home ত্রিপুরা বেসরকারি হাতে বিদ্যুৎ নিয়ে যাওয়ার পর উত্তর জেলা সদর ধর্মনগরে তীব্র অভিযোগ।

বেসরকারি হাতে বিদ্যুৎ নিয়ে যাওয়ার পর উত্তর জেলা সদর ধর্মনগরে তীব্র অভিযোগ।

by admin
0 comment 112 views

ধর্মনগর প্রতিনিধি। এতদিন পর্যন্ত স্বাভাবিক জনজীবন মনে করত বেসরকারি যেকোনো পরিষেবা সরকারি পরিষেবার চেয়ে ভালো হয়। কিন্তু এখানে উল্টা সরকারি পরিষেবা ভালো ছিল বলে মানুষ দাবি করছে এবং বিদ্যুৎ বেসরকারি হওয়ার পর মানুষের ভোগান্তি চরম বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন জায়গায় বিদ্যুৎ সংযোগ নিয়ে অভিযোগ আসছে যা দপ্তরের কর্মীরা সাড়াতে অপারগ। নতুন করে অভিযোগের একটা নাম্বার দিয়েছে কিন্তু এই নাম্বারে পাওয়া যাওয়া দুষ্কর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বৃষ্টি বা তুফান হওয়া অন্য প্রসঙ্গ কিন্তু স্বাভাবিক অবস্থায় বিদ্যুৎ সংযোগ নেই তা ত্রিপুরা রাজ্যের এখনই তা হচ্ছে। বিদ্যুতের জন্য পানীয় জল সরবরাহ সঠিকভাবে করা যাচ্ছে না। আগে যখন সরকারি কর্মকর্তারা ছিল তখন নেতাদের কোথায় কাজ হত এখন সেই কাজও হয় না। কাউকে তোয়াক্কা করে না বেসরকারি নিগমের কর্মকর্তারা। তারা তাদের ইচ্ছা হলে ডিউটি করে না হলে অবহেলার দৃষ্টিতে পড়ে থাকে দিনের পর দিন। ডি এন ভি রোডসহ শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ নিগমের অপদার্থতামি প্রতিষ্ঠিত হতে চলেছে। মানুষ বিতশ্রদ্ধ হয়ে পড়েছে বেসরকারি বিদ্যুৎমের উপর। তাদের প্রতি অসন্তোষ প্রদর্শন করা হবে তাই খুঁজে পাচ্ছে না। এখন মন্ত্রী রতন লাল নাথের পদত্যাগ দাবী করছে। সম্পূর্ণ বিদ্যুৎ নিগমকে নিয়ে জ্বালা যন্ত্রণা এর বিপত্তিতে সাধারণ মানুষ মন্ত্রীকে গালিগালাজ করতে করতে এখন মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে চলেছে। যখন তখন যখন ইচ্ছে যে কোন এলাকার বিদ্যুৎ সংযোগ বিঘ্নিত হচ্ছে যার কোন সঠিক উত্তর নেই এবং বেসরকারি সংস্থায় কর্মরত দপ্তরের কর্মীদের ইচ্ছা অনুযায়ী চলছে। কেন এমন অবস্থা হচ্ছে সরকারি থেকে বেসরকারি প্রতিষ্ঠানে পরিণত হওয়ায় তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। অসহায় ধর্মনগর বাসী এখন কি করবে তাই নিয়ে ভাবছে কারণ তাদের ধৈর্য তলানিতে গিয়ে পৌঁছে গেছে বিদ্যুৎ নিগমের উপর।

Related Post

Leave a Comment