Home অপরাধ সিমেন্ট বোঝায় গাড়ি কর্তৃক বিদ্যালয়ের ছাত্রীকে বাড়ি, আশঙ্কা জনক অবস্থায় বিদ্যালয়ের ছাত্রী।

সিমেন্ট বোঝায় গাড়ি কর্তৃক বিদ্যালয়ের ছাত্রীকে বাড়ি, আশঙ্কা জনক অবস্থায় বিদ্যালয়ের ছাত্রী।

by admin
0 comment 81 views

ধর্মনগর প্রতিনিধি। বুধবার অর্থাৎ 12 ই জুন বিদ্যালয়ে যাওয়ার সময় শনি ছড়া বাজারের কাছে এক স্কুল ছাত্রীকে বাড়ি দিয়ে পালায় একটি সিমেন্ট বোঝায় লড়ি। লরিটির নম্বর এ এস ০১ এফসি 655 5। ঘটনার বিবরণে জানা যায় বিদ্যালয়ে যাওয়ার সময় পাঁচজন ছাত্রী ছিল তার মধ্যে তিনজন ছিল সামনে আর দুজন ছিল পেছনে।
দুজনের মধ্যে একজন বিদ্যালয়ের খাতা কিনার জন্য একটি দোকানে ঢুকে দোকান থেকে বের হতেই একটি সিমেন্ট বোঝায় লরি মেয়েটিকে বাড়ি দিয়ে ফেলে চলে যায়। এই ঘটনা দেখতে পেয়ে যে নবম শ্রেণীর রুমানা বেগমকে বাড়ি দিয়েছে তাকে তার পিতা-মাতা পেশায় দিনমজুর হারিজ আলি সাথে সাথে শনি ছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় সেখান থেকে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে নিয়ে আসে। রুমানার বাড়ি শনি ছড়া ৫ নং ওয়ার্ডে।সেখানে রুমানা বেগমের অনর্গল বমি হচ্ছে বলে জানায় তার পিতামাতা। এদিকে চোরাই বাড়ি থানা ধর্মনগর থানার সাথে যোগাযোগ করলে সিমেন্ট বুঝায় গাড়িটিকে আটক করে ধর্মনগরে কিন্তু চালক পলাতক বলে জানায় পুলিশ। এদিকে নবম শ্রেণীতে পাঠরতা রুমানা বেগম মৃত্যুর সাথে ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে পাঞ্জা লড়ছে বলে জানায় রোমানার পিতা মাতা।

Related Post

Leave a Comment