প্রতিনিধি , উদয়পুর :- ছেলের প্রতিদিন মদ্যপানে অতিষ্ঠ হয়ে উঠেছে পরিবার । ঘটনার বিবরণে জানা যায় , উদয়পুর ধ্বজনগর এলাকার বাসিন্দা প্রদীপ ভূষণের ছেলে অজয় ভূষণ গত ছয় মাস ধরে আকন্ঠ মদ্যপান করে বাড়িতে প্রবেশ করে। বাবা প্রদীপ ভূষণ সাংবাদিকদের জানান , ছাতারিয়া এলাকার সুমন নামে এক অটোচালক প্রতিদিন তার ছেলেকে ফোনে সকালে বাড়ি থেকে বের করে নিয়ে রাতে আকন্ঠ মদ্যপান করিয়ে বাড়ির আশপাশ এলাকায় ফেলে দিয়ে চলে যায়। একই ঘটনার সাক্ষী হল মঙ্গলবার সকালে বুড়ির মাঠ এলাকায় এক বাড়ির পাশে অজয় ভূষণকে ফেলে দিয়ে চলে যায় সুমন। পরবর্তী সময়ে গ্রামবাসীরা প্রদীপ ভূষণকে তার ছেলের বিষয়ে অবগত করার ফলে । তার জন্মদাতা পিতা এই ঘটনার জানতে পেরে ছেলেকে বাড়ি নিয়ে আসে । পরবর্তী সময় অটোচালক সুমনকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে হঠাৎ সুমন প্রদীপ ভূষণ ও তার সহধর্মিনীকে মারধর করে। পরে এই ঘটনায় রাধা কিশোরপুর মহিলা থানা এবং রাধাকিশোরপুর থানায় অটোচালক সুমনের বিরুদ্ধে লিখিত মামলার দায়ের করে প্রদীপ ভূষণ। কিন্তু কি কারণে তার ছেলেকে গত 6 মাস ধরে এইভাবে আকন্ঠ মদ্যপান করিয়ে যাচ্ছে সুমন তা বুঝে উঠতে পারছে না অজয় ভূষণের পরিবার । এই ঘটনায় গোটা ধ্বজনগর এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি ।
105
next post